‘মেসি–নেইমার–এমবাপ্পে’ত্রয়ী পিএসজিতে কেন ব্যর্থ

পিএসজিতে মেসি, নেইমার ও এমবাপ্পে ‘ত্রয়ী’র দিন ফুরিয়েছে। মেসি এখন ইন্টার মায়ামিরছবি: রয়টার্স

লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।

পিএসজির সৌভাগ্য এই ‘ত্রয়ী’কে এক সঙ্গে পেয়েছিল তারা। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে মেসি যখন পিএসজিতে যোগ দেন, তখন পিএসজির আক্রমণভাগ ছিল ফুটবল–দুনিয়ার আলোচনার বিষয়। বিশ্বের সবচেয়ে ভয়ংকর তিন ফরোয়ার্ডকে অন্য দলগুলো কীভাবে সামলাবে, আলোচনাটা ছিল তা নিয়েই। কিন্তু এই ত্রয়ী সাফল্য পায়নি।

বার্সেলোনায় একসময় ‘এমএসএন’ (মেসি, নেইমার, সুয়ারেজ) কিংবা রিয়ালের ‘বিবিসি’ (বেনজেমা, বেল, ক্রিস্টিয়ানো) যেমন ‘হন্তারক’ হয়ে উঠেছিলেন, মেসি-নেইমার-এমবাপ্পে (এমএনএম) এক হিসেবে ব্যর্থই। তারা পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেনি।

আরও পড়ুন

ঠিক কী কারণে ব্যর্থ হলো এই ত্রয়ী? ব্যাখ্যা দিয়েছেন নেইমার নিজেই। ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিল তারকা ব্যাপারটিকে ফুটবলের অংশ হিসেবেই মনে করেন। তিনি এই ব্যর্থতার সঙ্গে তুলনা করেছেন এ শতকের শুরুতে রিয়াল মাদ্রিদের ‘গ্যালাকটিকো’ দলের সঙ্গে। তারকাখচিত দলটি চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি। পিএসজিও মেসি-নেইমার-এমবাপ্পের আক্রমণ-শক্তি নিয়ে জিততে পারেনি চ্যাম্পিয়নস লিগ।

নেইমার বলেছেন, ‘গ্যালাকটিকোও রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেনি। সুতরাং এমন হতেই পারে। আমাদের তিনজনকেই বিশ্বসেরা বলা হয়। পিএসজিতে আমাদেরকে নিয়ে একটা দুর্দান্ত দল গড়া হয়েছিল। আমাদের ব্যর্থতাটা পুরোপুরি ফুটবলীয়।’

বিস্তারিত বলতে গিয়ে নেইমার দুর্ভাগ্যের কথাই বলেছেন, ‘দুর্ভাগ্যক্রমে আমাদের দলে সমন্বয়টা ঠিক হয়নি। আমরা সবকিছুই জিততে চেয়েছি, কিন্তু আসল জিনিসই জিতিনি। আমরা নিজেরা কিন্তু ঠিক ছিলাম। কোনো সমস্যা ছিল না। কিন্তু ফুটবলে অনেক সময় অনেক কিছুই ঘটে, যেটা প্রত্যাশিত নয়। আমাদের ব্যর্থতাটা তেমনই একটা জিনিস। ফুটবল তো আর কেক তৈরির রেসিপি নয়।’

আরও পড়ুন

২০২১ সালে মেসি পিএসজিতে আসার ব্যাপারটি আগে থেকেই জানতেন নেইমার। বার্সেলোনা মেসিকে আর্থিক সমস্যার কারণে ছেড়ে দিয়েছিল। তখন মেসির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন নেইমার, ‘আমি ওর পিএসজিতে আসার বিষয়টা আগেই জেনেছিলাম। বার্সেলোনায় শেষ দুই সপ্তাহ খুব অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছিল মেসি। আমি ওই সময় ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি, সে বার্সেলোনা ছেড়ে কোথায় যাবে। কিন্তু সে কিছুই বলতে পারছিল না। পরে পিএসজির সঙ্গে কথা পাকা হওয়ার পর সে আমাকে তা জানায়। মেসি প্যারিসে দুই বছর মোটেও আনন্দ নিয়ে থাকতে পারেনি।’

মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ায় খুশি নেইমার। ব্রাজিলিয়ান তারকা মনে করেন বন্ধু মেসি ও তাঁর পরিবার মায়ামিতে ভালো সময়ই কাটাবে, ‘আমি মেসি ও তাঁর পরিবারকে খুব ভালো করেই জানি। ওরা অন্যরকম জীবন যাপন করে। যে জায়গায় মেসি সম্মান পায়, সেখানে থাকতে সে পছন্দ করে। মায়ামিতে ওরা ভালোই থাকবে। প্যারিসে মেসির সঙ্গে গত দুই বছরটা খুব সহজ ছিল না। মেসি দারুণ একজন মানুষ। সেটা মাঠের চেয়েও মাঠের বাইরে অনেক বেশি। ব্যক্তিগত জীবনে একেবারেই অন্যরকম। আমি মায়ামিতে মেসির সাফল্য কামনা করি।’

আরও পড়ুন