রিয়াল মাদ্রিদে যে সতীর্থকে বাবার মতো মনে করেন রদ্রিগো

লুকা মদরিচকে বাবার মতো মনে করেন রিয়ালের উইঙ্গার লুকা মদরিচছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট

রিয়াল মাদ্রিদকে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে বড় ভূমিকা ছিল লুকা মদরিচ ও রদ্রিগোর। ক্ষেত্রবিশেষে মদরিচের চেয়ে রদ্রিগোই ভালো করেছেন। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ১৩ ম্যাচ খেলে মদরিচ কোনো গোল পাননি, গোলে সহায়তা ৪টি। আর রদ্রিগো ১১ ম্যাচ খেলে ৫ গোল করার পাশাপাশি সতীর্থদের ২টি গোলে সহায়তা করেছেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে গোল করার বিষয়টি তো আছেই।

রদ্রিগোর বয়স ২১ বছর আর মদরিচ ৩৭ ছুঁই ছুঁই। বয়সের এই পার্থক্যের কারণে রদ্রিগো হয়তো মাঠে একটু বেশি দ্রুতগতির। কিন্তু সিনিয়র সতীর্থ মদরিচের প্রশংসায় পঞ্চমুখ রদ্রিগো। কথায়–কথায় তো মদরিচকে বাবার মতো শ্রদ্ধা করেন বলেও জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার

চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে দুর্দান্ত খেলেন রদ্রিগো
ছবি: টুইটার

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে রিয়ালের গুরুত্বপূর্ণ প্রথম গোলটি করেছেন রদ্রিগো। আর সেই গোলে ক্রোয়াট মিডফিল্ডার মদরিচের অবদান রয়েছে। ওই গোলে স্পষ্ট হয়ে উঠেছে মদরিচ ও রদ্রিগোর মধ্যে ভালো বোঝাপড়ার বিষয়টিও।

দুজনের বোঝাপড়া নিয়ে কথা বলতে গিয়েই মদরিচকে বাবার মতো বলে আখ্যা দিয়েছেন রদ্রিগো। ব্রাজিলিয়ান উইঙ্গারের কথা, ‘সত্যি সে আমাকে অনেক সাহায্য করে। সে যে মানের, তার সঙ্গে খেলাটা অনেক সহজ। সে আমার কাছে বাবার মতো।’
রদ্রিগো প্রশংসায় পঞ্চমুখ কোচ কার্লো আনচেলত্তিকে নিয়েও। ইতালিয়ান এই কোচ রিয়ালের দায়িত্ব নেওয়ার পর যেন আরও আলো ছড়াতে শুরু করেছেন রদ্রিগো। আনচেলত্তিকে নিয়ে উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান উইঙ্গার, ‘তিনি অসাধারণ। আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছেন।’

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি

আগামী মৌসুমে নিজের লক্ষ্যও এরই মধ্যে নির্ধারণ করে ফেলেছেন রদ্রিগো। কী সেই লক্ষ্য, শোনা যাক রদ্রিগোর কণ্ঠে, ‘আমি প্রতিদিনই আরও বেশি গোল করতে চাই। আরও বেশি গোলে সহায়তা করতে চাই। আমি উন্নতি করছি বলেই মনে হয়। আর প্রতি মৌসুমে আগের চেয়ে ভালো খেলতে পারছি বলেই মনে হয়।’