ক্লাব বিশ্বকাপের ফাইনালেও থাকছেন না হলান্ড
সবশেষ খেলেছিলেন গত ৭ ডিসেম্বর, প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটায়। এরপরই জানা যায়, পায়ের হাড়ে চোট পেয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। তার পর থেকে সিটি সমর্থকদের অপেক্ষা, আবার কবে মাঠে ফিরবেন এই মৌসুমে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ গোলদাতা?
শুরুতে সিটি কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, ক্লাব বিশ্বকাপ দিয়ে আবার মাঠে ফিরতে দেখা যাবে হলান্ডকে। কিন্তু গতকাল ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসকে হারানোর পর গার্দিওলা নিশ্চিত করেন, ফাইনালেও হলান্ডের খেলার কোনো সম্ভাবনা নেই।
হলান্ডকে ছাড়াই সিটি মাঝে প্রিমিয়ার লিগে খেলেছে লুটন টাউন ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগে খেলেছে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে, তারপর ক্লাব বিশ্বকাপ গতকালের সেমিফাইনালও।
এর মধ্যে লুটন, রেড স্টার বেলগ্রেড ও রেড ডায়মন্ডসকে হারালেও ড্র করেছে প্যালেসের সঙ্গে। প্রিমিয়ার লিগে সবশেষ ৬ ম্যাচ থেকে মাত্র ৭ পয়েন্ট পাওয়া সিটির স্কোয়াডে অনেক দিন ধরেই নেই চোটের পর পুনর্বাসনে থাকা কেভিন ডি ব্রুইনা। এ সময় হলান্ডকে হারিয়ে ফেলাও একটা বড় ধাক্কা ইউরোপ ও ইংল্যান্ডের বর্তমান চ্যাম্পিয়নদের জন্য।
ক্লাব বিশ্বকাপে অবশ্য হলান্ডকে লাগার কথার না সিটির। গতকাল সেমিফাইনালেও যেমন হলান্ডকে ছাড়াই উরাওয়া রেড ডায়মন্ডসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে সিটি। রেড ডায়মন্ডস একটা আত্মঘাতী গোল করার পর সিটির হয়ে বাকি দুটি গোল করেন মাতেও কোভাচিচ ও বের্নার্দো সিলভা।
আগামী শুক্রবার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের ফাইনালে সিটি খেলবে কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ফ্লুমিনেন্সের বিপক্ষে। ওই ম্যাচ সামনে রেখে দলের খেলোয়াড়দের চোটের অবস্থা জানাতে গিয়ে গতকাল গার্দিওলা বলেন, ‘কেভিন (ডি ব্রুইনা) আমাদের সঙ্গে গতকাল অনুশীলন করেছে, আগামীকালও করবে। তবে সে তিন মাস ধরে মাঠের বাইরে। সুতরাং তার ফাইনালে খেলা হচ্ছে না। আর্লিং (হলান্ড) এখনো অনুশীলনই শুরু করতে পারেনি।’
তার মানে ফাইনালে হলান্ডও থাকবেন না। সিটি প্রিমিয়ার লিগে পরের ম্যাচটা খেলবে ২৮ ডিসেম্বর, এভারটনের মাঠে। ওই ম্যাচের আগে হলান্ড পুরো ফিট হতে পারেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।