লিভারপুলের ‘আরও কাছে’ ম্যাক অ্যালিস্টার

আর্জেন্টিনার তারকা ফুটবলার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারছবি: রয়টার্স

গুঞ্জনটা আরও আগে থেকেই শোনা যাচ্ছিল—আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ব্রাইটনে আর থাকতে চান না। লিগে ব্রাইটনের শেষ ম্যাচে তিনি কোচ আর সতীর্থদের সঙ্গে আলিঙ্গন করে একপ্রকার বিদায়ই নিয়ে ফেলেছেন।

তা ব্রাইটন ছেড়ে কোথায় যাবেন আর্জেন্টাইন তারকা? শুরু থেকেই গুঞ্জন আছে, লিভারপুল হতে পারে তাঁর পরবর্তী ঠিকানা। মালয়েশিয়ার ক্লাব পেরাকে খেলা তাঁর জ্ঞাতি ভাই লুসিয়ানো গয়কোচেয়াও তেমনটাই বলেছেন।

আরও পড়ুন
পেপ গার্দিওলার সঙ্গে ম্যাক অ্যালিস্টার
ছবি: রয়টার্স

সম্প্রতি ৩১ বছর বয়সী গয়কোচেয়া সাংবাদিকদের বলেছেন, ‘আমি ঠিক বলতে পারছি না সে আসলে কোথায় খেলবে। কিন্তু আমি মনে করি, সবাই এটা এখন জানে। সে লিভারপুলে নাম লেখানোর খুব কাছে।’

লিভারপুল বা ম্যানচেস্টার ইউনাইটেড অথবা অন্য যে ক্লাবেই যান না কেন, ম্যাক অ্যালিস্টার ভালো খেলবেন, এটাই চান গয়কোচেয়া, ‘লিভারপুল বড় দল। আমি আশা করছি, সে ভালো খেলবে।’

আরও পড়ুন

এর আগে ইংল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যম খবর দিয়েছিল, ম্যানচেস্টার সিটির তাঁকে পেতে আগ্রহ থাকলেও ম্যাক অ্যালিস্টারের লিভারপুলকেই বেশি পছন্দ।