লিভারপুলে হৃদয়টা রেখে গেছেন হেন্ডারসন

জর্ডান হেন্ডারসনছবি: ইনস্টাগ্রাম

‘জেনে রেখো, মৃত্যুর আগপর্যন্ত আমি সব সময়ই একজন রেড।’ লিভারপুল সমর্থকদের প্রতি বার্তাটা জর্ডান হেন্ডারসনের। দীর্ঘ এক যুগ পর লিভারপুল ছেড়ে যাওয়ার ঘোষণায় ইনস্টাগ্রাম বার্তায় এ কথা বলেছেন ৩৩ বছর বয়সী ‘অলরেড’ কিংবদন্তি।

আগেই জানা গিয়েছিল, সৌদি আরবের প্রো লিগের দল আল ইত্তিফাকে যোগ দিচ্ছেন হেন্ডারসন। নতুন খবর হলো, ক্রোয়েশিয়ায় নিজের নতুন এই ক্লাবের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, চুক্তির শেষ কাজগুলো চূড়ান্ত করতেই ক্রোয়েশিয়ায় উড়ে গিয়েছেন হেন্ডারসন।

সাপ্তাহিক সাত লাখ পাউন্ড পারিশ্রমিকে আল ইত্তিফাকের সঙ্গে তাঁর চুক্তি তিন বছরের। তৃতীয় বছরটি সম্ভবত তাঁর ইচ্ছার ওপর নির্ভর করবে। অর্থাৎ, চাইলে তৃতীয় বছর থাকতে পারবেন। হেন্ডারসনের অধিনায়কত্বে ২০২০ সালে ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিল লিভারপুল। এ ছাড়াও চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপও জিতেছেন লিভারপুলে। আল ইত্তিফাকেও আরেক লিভারপুল কিংবদন্তিকে পাচ্ছেন হেন্ডারসন। স্টিভেন জেরার্ড দলটির কোচ।

গার্ডিয়ান জানিয়েছে, ক্রোয়েশিয়ায় কাল জেরার্ডের স্কোয়াডের সঙ্গে তাঁকে অনুশীলন করতে দেখা গেছে। দিনের শেষ ভাগে ইনস্টাগ্রামে লিভারপুল সমর্থকদের প্রতি বিদায়ী ভিডিও বার্তা পোস্ট করেন, আর সেই ভিডিওতে দেখা গেছে, অ্যানফিল্ডের ড্রেসিংরুমে বসে আছেন হেন্ডারসন।

সমর্থকদের প্রতি হেন্ডারসন বলছেন, ‘এই ১২ বছরকে ভাষায় প্রকাশ করা কঠিন, আর বিদায় বলাটা আরও কঠিন। জেনে রেখো, মৃত্যুর আগপর্যন্ত আমি সব সময়ই একজন রেড। সবকিছুর জন্য ধন্যবাদ। তোমরা কখনো একা পথ চলবে না।’ শেষবারের মতো লিভারপুলের ড্রেসিংরুমে বসা নিয়েও কথা বলেছেন হেন্ডারসন, ‘লিভারপুলের ড্রেসিংরুমে শেষবারের মতো বসেছি। বুঝতেই পারছেন, আবেগ ভর করেছে...এই ক্লাবের একজন হতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো ও খারাপ সময়ে সমর্থন দেওয়ার জন্যও ধন্যবাদ।’

হেন্ডারসনকে আল ইত্তিফাকের কাছে বিক্রি করে ১ কোটি ২০ লাখ পাউন্ড পাচ্ছে লিভারপুল। ‘অ্যাড-ওনস’ হিসেবে আরও কিছু অর্থ পাবে ইংলিশ ক্লাবটি। এই দামে লিভারপুল রাজি হওয়ার পর প্রাক্‌–মৌসুম সফরে দলটির হয়ে কোনো ম্যাচ খেলেননি হেন্ডারসন। সান্ডারল্যান্ড থেকে ২০১১ সালে ২ কোটি পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন। অ্যানফিল্ডের ক্লাবটির হয়ে ৪৯২ ম্যাচে ৩৩ গোল করার পাশাপাশি ৫৭ গোল করিয়েছেন। বিদায়ী ভিডিও বার্তায় লিভারপুল সমর্থকদের নিয়ে হেন্ডারসন বলেছেন, ‘বিশ্বের সেরা’ এবং এ নিয়ে তাঁর মনে ‘কোনো সন্দেহ নেই।’