রোনালদোর আল নাসরকে দলবদলে নিষেধাজ্ঞা দিল ফিফা

নতুন খেলোয়াড় নিবন্ধনে জটিলতায় পড়েছে আল নাসরছবি: আল নাসরের টুইটার পেইজ থেকে

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও গত মৌসুমে লিগ শিরোপা জিততে পারেনি আল নাসর। যে কারণে এবারের দলবদলে আরও কয়েকজন ভালোমানের খেলোয়াড় যুক্ত করার লক্ষ্য তাদের। তবে লক্ষ্যপূরণের পথে বড় হোঁচট খেয়েছে সৌদি আরবের ক্লাবটি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো বলছে, আল নাসরকে নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। এর ফলে সৌদি আরবের ভেতরে অথবা বাইরের দেশের ক্লাব থেকে কোনো খেলোয়াড় দলভুক্ত করতে পারবে না তারা।

অর্থ পরিশোধের সঙ্গে জড়িত এ নিষেধাজ্ঞা তিনটি দলবদল উইন্ডো পর্যন্ত বলবৎ থাকতে পারে।

ডেইলি মিরর ও ডেইলি মেইলের খবরে বলা হয়, আল নাসরের নিষেধাজ্ঞাটি এসেছে সাবেক লেস্টার সিটি খেলোয়াড় আহমেদ মুসার দলবদলকে কেন্দ্র করে। নাইজেরিয়ান এই উইঙ্গার ২০১৮ সালে ১ কোটি ৪০ লাখ পাউন্ডে লেস্টার থেকে আল নাসরে যোগ দেন।

দুই মৌসুম আল নাসরে খেলেছিলেন আহমেদ মুসা
ছবি: টুইটার থেকে

চুক্তি অনুসারে মুসার পারফরম্যান্সের ভিত্তিতে লেস্টারকে বাড়তি অর্থ প্রদানের কথা আল নাসরের। ২০১৮–১৯ মৌসুমে আল নাসরের হয়ে সৌদি প্রো লিগ জেতেন মুসা। চুক্তি অনুযায়ী লেস্টারকে ৩ লাখ ৯০ হাজার পাউন্ড দিতে হবে আল নাসরকে। কিন্তু সৌদি আরবের ক্লাবটি সেই অর্থ পরিশোধ করেনি।

এ বিষয়ে ২০২১ সালের অক্টোবরে আল নাসরকে পাওনা পরিশোধ করতে বলেছিল ফিফা, যা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসও (সিএএস) অনুমোদন দেয়। তবে প্রায় দুই বছর পার হতে চললেও আল নাসর লেস্টারকে কোনো অর্থ দেয়নি। মিররের খবরে বলা হয়, দেনা পরিশোধ না করায় আল নাসরকে খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। আগামী তিনটি দলবদল উইন্ডোর মধ্যে লেস্টারের পাওনা দিতে হবে। নয়তো ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে বিষয়টি তোলা হবে।

আল নাসরের প্রাক মৌসুম অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: আল নাসরের টুইটার পেইজ থেকে

মেইলের খবরে বলা হয়, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মাধ্যমে লেস্টারের অর্থ পরিশোধ করা হবে বলে আশা করছে আল নাসর। তবে এ বিষয়ে কারও মন্তব্য প্রকাশ করেনি তারা।

আরও পড়ুন