ইন্টার মিলান শিরোপা থেকে আর দুই ম্যাচ দূরে

যোগ করা সময়ে গোল করে দলকে জয়ে এনে দেওয়ার পর ইন্টার মিলানের দাভিদে ফ্রাত্তেসির উদ্‌যাপনএএফপি

বদলি খেলোয়াড় দাভিদে ফ্রাত্তেসির যোগ করা সময়ের গোলে উদিনেসেকে হারিয়ে সিরি ‘আ’ জয়ের আরও কাছে চলে গেছে ইন্টার মিলান। প্রথমে গোল খেয়েও ২-১ গোলে জয়ী ইন্টার আর মাত্র দুটি ম্যাচ জিতলেই ২০তম বারের মতো চ্যাম্পিয়ন হয়ে যাবে সিরি ‘আ’তে।

ইতালিয়ান মিডফিল্ডার ফ্রাত্তেসি ইন্টারকে জয়সূচক গোলটি এনে দেন যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। ৪০ মিনিটে পিছিয়ে পড়া দলটি সমতা ফিরিয়েছিল ৫৫ মিনিটে হাকান চালহানোলুর পেনাল্টি গোলে। সর্বশেষ এই জয়ে নিকট প্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গেছে ইন্টার। ৩৮ ম্যাচের লিগে দুই দলেরই ম্যাচ বাকি সাতটি করে।

পেনাল্টি থেকে গোল করছেন চালহানোলু
এএফপি

ইন্টারের সামনে এখন সুযোগ ২৩ এপ্রিল নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়েই লিগ জয়ের উৎসবে মাতার। সেদিন সান সিরোতে ইন্টারকে আতিথেয়তা দেবে এসি মিলান। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে লিগ জয়ের উৎসব করতে হলে অবশ্য এর আগে ক্যালিয়ারিকে হারিয়ে কাজ এগিয়ে রাখতে হবে ইন্টারকে।

আরও পড়ুন
আর দুটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে ইন্টার মিলান
রয়টার্স

লিগ জয় প্রায় নিশ্চিত হলেও ইন্টারের সর্বশেষ জয়ের নায়ক ফ্রাত্তেসি অবশ্য বললেন, এখনই নিজেদের চ্যাম্পিয়ন ভাবছেন না তাঁরা, ‘আমরা একদমই ভাবছি না যে (লিগ) জিতে গেছি। আমাদের আরও ম্যাচ খেলতে হবে ও জিততে হবে। তবে আজকের জয়ে আমি খুবই খুশি। সব ম্যাচ তো আর আপনি ৪-০ গোলে জিততে পারবেন না। আপনাকে কঠিন ম্যাচও জিততে হবে।’

২৩ এপ্রিলের মিলান ডার্বিটা সুখস্মৃতি নিয়েই শুরু করবে ইন্টার। সর্বশেষ ছয়টি মিলান ডার্বিই জিতেছে ইন্টার।

আরও পড়ুন