হান্সি ফ্লিকই বার্সেলোনার নতুন কোচ

বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিকএক্স

গত কিছুদিনের ঘটনাপ্রবাহে তাঁর নামটাই উচ্চারিত হয়েছে সবচেয়ে বেশি। অবশেষে আজ এল আনুষ্ঠানিক ঘোষণা।

জাভি হার্নান্দেজকে ছাঁটাইয়ের পর নতুন কোচ হিসেবে হান্সি ফ্লিকের নাম ঘোষণা করেছে বার্সেলোনা। ৫৯ বছর বয়সী এই জার্মান কোচকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

ফ্লিক সর্বশেষ কোচিং করিয়েছেন জার্মানি জাতীয় দলকে। গত সেপ্টেম্বরে দলের ব্যর্থতায় সেখান থেকে তাঁকে বরখাস্ত করা হয়। এরপর ফ্লিক কোথাও কোচ হিসেবে যোগ দেননি। গত জানুয়ারিতে জাভি মৌসুম শেষে বার্সেলোনা কোচের চাকরি ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই আলোচনায় ছিল ফ্লিকের নাম। পরে জাভি থেকে যেতে রাজি হলেও বোর্ড কর্তাদের অসন্তোষের জেরে তাঁকে ছাঁটাই করা হয় গত সপ্তাহে।

আজ বার্সেলোনা ওয়েবসাইটে দেওয়া সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার উপস্থিতিতে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ের জন্য চুক্তিতে সই করেছেন ফ্লিক।

আরও পড়ুন

১৯৯৬ সালে এফসি ভিক্টোরিয়া বামেন্টাল দিয়ে কোচিং শুরু করা ফ্লিক পরবর্তী সময়ে হফেনহেইম, সালজবুর্গ ও জার্মানী জাতীয় দলের হয়ে কাজ করেছেন। ২০১৯ সালে বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসেবে যোগ দেওয়ার এক মাস পরই ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান।

চুক্তি সইয়ের পর বার্সেলোনা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা ও কোচ হান্সি ফ্লিক
বার্সেলোনা

সে বছর বায়ার্ন মিউনিখ ট্রেবল জয় করে, চ্যাম্পিয়নস লিগ জেতার পথে বার্সেলোনাকে হারায় ৮–২ ব্যবধানে। বায়ার্নে সাফল্যের সুবাদে উয়েফার বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন ফ্লিক, যা পরে তাঁকে জার্মানি জাতীয় দলের পথে এগিয়ে দেয়।

আরও পড়ুন

তবে ক্লাব–কোচ হিসেবে সাফল্য পাওয়া ফ্লিক জাতীয় দলের দায়িত্ব নিতেই ফিকে হয়ে যান। তাঁর অধীন ১৭ ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয় পায় জার্মানি। যার মধ্যে ছিল ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ও। শেষ পর্যন্ত গত সেপ্টেম্বরে তাঁকে ছাঁটাই করে জার্মান ফুটবল ফেডারেশন।

নয় মাস পর ফ্লিক আবার ক্লাব ফুটবলেই ফিরলেন, বার্সেলোনার ডাগআউটে।

আরও পড়ুন