কেইন ফিরছেন লন্ডনে, ভাগ্য কি বদলাবে

আজ আবার লন্ডনের ফিরবেন হ্যারি কেইনএক্স

লন্ডন শহরেই তাঁর জন্ম, সেখানেই বেড়ে ওঠা। ফুটবল ক্যারিয়ারে লম্বা সময় কাটিয়েছেন এ শহরেই। টটেনহামের হয়ে খেলে গড়েছেন অনেক রেকর্ডও। শিরোপা জেতার লক্ষ্য নিয়ে গত মৌসুম শেষে ছেড়েছেন প্রাণের শহর লন্ডন। তবে হ্যারি কেইন লন্ডন ছাড়লেও লন্ডন কিন্তু তাঁকে ছাড়েনি। আবার সেই লন্ডনে ফিরতে হচ্ছে এ স্ট্রাইকারকে। নাহ্‌, লন্ডনের কোনো ক্লাবে খেলার জন্য ফিরছেন না কেইন; বরং লন্ডনের ক্লাবকে হারাতেই তাঁর ফেরা।

বায়ার্ন মিউনিখের হয়ে আজ রাতে কেইন মাঠে নামবেন আর্সেনালের বিপক্ষে। উত্তর লন্ডনের ক্লাবটির সঙ্গেও কিন্তু সংযোগ আছে কেইনের। বয়সভিত্তিক ফুটবলে খেলার সময় এক বছর তিনি কাটিয়েছেন আর্সেনালেই। তবে মান যথেষ্ট ভালো মনে না হওয়ায় কেইনকে রাখেনি তারা।

আরও পড়ুন

তবে টটেনহামের কিংবদন্তি হওয়ার পথে সেই অতীত ধুয়েমুছে দিয়েছেন কেইন নিজেই। টটেনহামের সেই দিনগুলোও এখন পেছনে ফেলেছেন ইংলিশ অধিনায়ক। স্পার ভক্তরা যাঁকে নিয়ে বলতেন ‘হ্যারি কেইন, হি ইজ ওয়ান অব আওয়ার ওন’, তিনি এখন বায়ার্নের খেলোয়াড়। আজ রাতেও বাভারিয়ান পরাশক্তিদের হয়েই লড়বেন আর্সেনালের বিপক্ষে।

কেইন অবশ্য খুব একটা স্বস্তি নিয়ে ফিরতে পারছেন না। যে শিরোপা জিততে বায়ার্নে যাওয়া, সেটিই যে এখন দূর অস্ত মনে হচ্ছে। প্রশ্ন উঠেছে, কেইন কি তবে সত্যিই অপয়া? নয়তো টানা ১১ বছর শিরোপা জেতার পর এবারই কেন লিগ শিরোপা হাতছাড়া হতে যাবে বায়ার্নের!

বায়ার্নের অনুশীলনে হ্যারি কেইন
এক্স

অথচ বায়ার্নের এ দুর্দশার জন্য আর যাকেই দোষ দেওয়া যাক, কেইনকে অন্তত দেওয়ার সুযোগ নেই। মিউনিখের দলটির হয়ে ম্যাচের পর ম্যাচে গোল করে ভেঙেছেন একের পর এক রেকর্ড। লিগে তাঁর গোল এখন ২৮ ম্যাচে ৩২টি।

এখনো অবশ্য এ মৌসুমে শিরোপা জয়ের আশা ফুরিয়ে যায়নি কেইনের। চ্যাম্পিয়নস লিগে ভালো কিছু করার সুযোগ এখনো আছে বায়ার্নের। যদিও চ্যালেঞ্জটা সহজ হবে না। কোয়ার্টার ফাইনালেই তাদের মুখোমুখি হতে হচ্ছে আর্সেনালের।

প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল আছে দুর্দান্ত ছন্দে। লিগে শেষ ১১ ম্যাচের ১০টিতেই জিতেছে তারা। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটিই কেবল ড্র করেছে তারা। এমন উজ্জীবিত দলকে হারানো বায়ার্নের জন্য মোটেই সহজ হবে না।

আরও পড়ুন

তবে লন্ডনের পরিচিত পরিবেশ যদি কেইনকে জাগিয়ে তুলতে পারে, তবে কাজটা একেবারে অসম্ভবও নয়। এ ম্যাচে কেইনের দিকে তাকিয়ে থাকবে তাঁর দলও। বায়ার্নের জার্মান তারকা লেরয় সানে বলেছেন, ‘আশা করি, হ্যারি কেইন আর্সেনালের বিপক্ষে তার ছন্দ ধরে রাখবে। সে সব সময় আমাদের সাহায্য করেছে, অনেক গোল সে করেছে। এটা নিশ্চিতভাবে তার জন্য বিশেষ একটা ম্যাচ হবে। সে ম্যাচটির অপেক্ষায় আছে।’

অন্যদিকে কেইনকে সমীহ করলেও তাঁকে ভয় না পাওয়ার কথা জানিয়েছেন আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। তিনি বলেছেন, ‘সে ভালো খেলোয়াড়, বক্সের ভেতর আমরা তার সামর্থ্য সম্পর্কে জানি। আমার মনে হয়, তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। কিন্তু আমার মনে হয় না কাউকে আমাদের ভয় পাওয়া উচিত। আমাদের জন্য নিজেদের খেলায় মনোযোগ দেওয়াটাই বেশি ভালো।’