মেসি–নেইমার–এমবাপ্পের কীর্তির পাশে এখন আর্সেনালের ত্রয়ীও

পিএসজির ত্রয়ী মেসি–নেইমার–এমবাপ্পের সঙ্গে

লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে—পিএসজির এই আক্রমণত্রয়ী তর্ক সাপেক্ষে সময়ের সেরা। নেইমার চোটে পড়ায় সর্বশেষ কয়েকটি ম্যাচে এই ত্রয়ীকে একসঙ্গে পায়নি পিএসজি। এই সময়ের মধ্যে বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে প্যারিসের দলটি।

এ মৌসুমে মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর একসঙ্গে আর মাঠে নামাও হবে না। অ্যাঙ্কেলের চোট নিয়ে যে মৌসুমটাই শেষ হয়ে গেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। সম্প্রতি অ্যাঙ্কেলে সফল অস্ত্রোপচার করিয়েছেন নেইমার।

আরও পড়ুন
চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে ১৯ গোল করেছেন এমবাপ্পে
ছবি: রয়টার্স

ছিটকে পড়ার আগে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’-তে ২০ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন নেইমার। ২ ম্যাচ বেশি খেলা মেসির গোলও ১৩টি। আর ২৩ ম্যাচ খেলে এমবাপ্পে করেছেন ১৯ গোল। সব মিলিয়ে গতকালের আগপর্যন্ত ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্য একমাত্র পিএসজিরই তিন ফরোয়ার্ডের কমপক্ষে ১০টি করে গোল ছিল।

পিএসজি-ত্রয়ীর এই কীর্তিতে পরশু ভাগ বসিয়েছেন আর্সেনালের তিন ফরোয়ার্ড বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড ও গাব্রিয়েল মার্তিনেল্লি। ফুলহামের বিপক্ষে পরশু আর্সেনালের ৩-০ ব্যবধানের জয়ে গোল করেছেন এই তিনজনই। মার্তিনেল্লির গোল হয়েছে এখন ১২টি। আর পরশুই দুই অঙ্কে পৌঁছেছেন সাকা ও ওডেগার্ড।

আরও পড়ুন

সাকা ও ওডেগার্ডের গোলের পর ফুটবল–বিষয়ক পরিসংখ্যানের প্রতিষ্ঠান ‘অপটা’ টুইট করেছে, চলতি মৌসুমে এখন পর্যন্ত ইউরোপের শীর্ষ পাঁচ লিগে পিএসজি আর আর্সেনালেরই শুধু তিনজন করে ফরোয়ার্ড ১০ বা এর চেয়ে বেশি গোল করেছেন।