চুক্তি নবায়ন করবেন না, কিলিয়ান এমবাপ্পে চিঠি দিয়ে এটা জানিয়ে দেওয়ার পর অনেকেই মনে করেছিলেন, এবারের দলবদলেই তাঁকে বিক্রি করে দেবে পিএসজি। আর ফরাসি ফরোয়ার্ডের সম্ভাব্য গন্তব্য হিসেবে ধরে নেওয়া হয়েছিল রিয়াল মাদ্রিদকে।

কিন্তু দলবদলের দরজা প্রায় বন্ধ হয়ে এলেও এমবাপ্পে এখনো পিএসজিতেই আছেন। প্রাক্‌–মৌসুম প্রস্তুতির এশিয়া সফরের দল থেকে বাদ পড়ার পর তাঁকে বম্ব স্কোয়াডে পাঠিয়ে দিয়েছিল পিএসজি। সেখান থেকে আবার ২৪ বছর বয়সী তারকাকে মূল দলে ফিরিয়েছে তারা। এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ থেকেও কোনো প্রস্তাব দেওয়া হয়নি পিএসজিকে।

চুক্তি নবায়ন না করলে এবং এবারের দলবদলে প্যারিস না ছাড়লে আগামী গ্রীষ্মে পিএসজিতে মুক্ত খেলোয়াড় হয়ে যেতে পারেন এমবাপ্পে। এই ঝুঁকি থাকার পরও পিএসজি এখন আর এমবাপ্পেকে বিক্রি করার চেষ্টা চালাচ্ছে না।

আরও পড়ুন

এমবাপ্পে পিএসজিতে থেকে যাওয়ায় খুশি ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট

পিএসজির একাদশে ফিরেই গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে
ছবি: এএফপি

আসলে তাদের চেষ্টা চালিয়ে লাভও নেই। কারণ, সৌদি আরবের ক্লাব আল হিলাল ৩০ কোটি ইউরোর প্রস্তাব নিয়ে এসেছিল এমবাপ্পের জন্য। কিন্তু এমবাপ্পে ক্লাবটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতেই রাজি হননি। তাঁর ভাবনায় যে শুধুই রিয়াল মাদ্রিদ। আর রিয়ালও হয়তো অপেক্ষা করে আছে, কবে মুক্ত খেলোয়াড় হবেন এমবাপ্পে। তাহলে যে বিনা ট্রান্সফার ফিতেই তাঁকে পাওয়া যাবে!

লিওনেল মেসি ও নেইমার চলে যাওয়ার পর পিএসজি হয়তো এমবাপ্পেকে ঘিরেই তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে। কিন্তু তাঁর চলে যাওয়ার সম্ভাবনা এখনো দূর হয়নি। এ কারণে অনেকেই অবাক হচ্ছেন, এমবাপ্পেকে কেন এখনই বিক্রি করছে না প্যারিসের ক্লাবটি!

কিন্তু বিক্রি করতে চাইলেই তো আর হবে না। এমবাপ্পে কি আর রিয়াল ছাড়া অন্য কোনো ক্লাবে যাবেন! এমন অবস্থায় এমবাপ্পের দলবদল নিয়ে রিয়ালের নীরবতা ভালো লাগছে না পিএসজির। স্পেনের সংবাদমাধ্যম এএস খবর দিয়েছে, এমবাপ্পের দলবদল নিয়ে রিয়ালের এমন আচরণে যারপরনাই অবাক হয়েছে ফরাসি ক্লাবটি। তারা বিষয়টিতে একপ্রকার স্তম্ভিতও হয়েছে।

আরও পড়ুন

এমবাপ্পে ফিরে গোল পেলেও জেতেনি পিএসজি

রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি অবশ্য এবারের দলবদলে এমবাপ্পে বা অন্য কোনো ফরোয়ার্ডকে মাদ্রিদে আনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। শুক্রবার সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আক্রমণভাগে আমাদের কাউকে দরকার নেই। করিম না থাকার পরও আমাদের ছয় গোল হয়ে গেছে। ভিনিকে ছাড়াও। আক্রমণে আমাদের রসদ আছে। আমি ব্রাহিমকে আনার কথা ভেবেছিলাম। তবে কোনো চমকও দিতে চাইনি। এই স্কোয়াড পূর্ণাঙ্গ স্কোয়াড।’

চলতি মৌসুমে পিএসজির হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচে খেলেছেন এমবাপ্পে, গোল করেছেন ৩টি।

আরও পড়ুন

নেইমার–রোনালদো–এমবাপ্পে মিলেও যেখানে মেসিকে ধরতে পারেননি