৪ পয়েন্ট জরিমানায় অবনমন অঞ্চলে নেমে গেল নটিংহাম ফরেস্ট

প্রিমিয়ার লিগে টিকে থাকতে পারবে নটিংহামএএফপি

প্রিমিয়ার লিগের আর্থিক সংগতি নীতি ভঙ্গ করায় গত নভেম্বরে ১০ পয়েন্ট জরিমানা করা হয় প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনকে। পরে অবশ্য আপিলের পর ৪ পয়েন্ট ফেরত পায় ক্লাবটি। এবার একই কারণে ৪ পয়েন্টের জরিমানার মুখে পড়েছে আরেক ইংলিশ ক্লাব নটিংহাম ফরেস্ট।

পয়েন্ট হারানোর ফলে পয়েন্ট তালিকায় বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে ক্লাবটি। তাৎক্ষণিকভাবে ৪ পয়েন্ট কেটে নেওয়ায় নটিংহাম নেমে গেছে অবনমন অঞ্চলে। এক বিবৃতিতে নটিংহামকে পয়েন্ট জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

আরও পড়ুন

পয়েন্ট কর্তনের আগে ২৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলে ১৭তম স্থানে ছিল নটিংহাম। কিন্তু ৪ পয়েন্ট কেটে নেওয়ায় তাদের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১–এ। ফলে এখন ২৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলে ১৮তম স্থানে নেমে গেছে নটিংহাম। সমান ম্যাচে ২২ পয়েন্ট পাওয়া লুটন টাউন অবনমন অঞ্চল থেকে বেরিয়ে উঠেছে ১৭তম স্থানে।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৫ জানুয়ারি নটিংহামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ অভিযোগের শুনানি হয় ৭ ও ৮ মার্চ। ধারণা করা হচ্ছে, শাস্তির বিরুদ্ধে আপিল করবে নটিংহাম। তবে নটিংহাম আপিল জমা দেওয়ার জন্য সময় পাচ্ছে ২৪ মার্চ পর্যন্ত। পাশাপাশি ২৪ মের মধ্যে আপিলপ্রক্রিয়া সম্পন্ন করার কথাও বলা হয়েছে। আর রায়সহ মামলার প্রক্রিয়া শেষ করতে হবে ১ জুনের মধ্যে।

সময়টা ভালো যাচ্ছে না নটিংহামের
এএফপি

প্রিমিয়ার লিগের কোনো ক্লাব সাধারণত ৩ মৌসুমে ১০৫ মিলিয়ন পাউন্ড ক্ষতি দেখাতে পারে। অর্থাৎ প্রতি মৌসুমে তারা ক্ষতি দেখাতে পারে ৩৫ মিলিয়ন পাউন্ড। কিন্তু মূল্যায়নের সময়কালের দুই বছর নটিংহাম চ্যাম্পিয়নশিপে (ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর) থাকায়, তাদের ক্ষতি দেখানোর সীমা ছিল ৬১ মিলিয়ন পাউন্ড। কিন্তু ক্লাবটি এর চেয়ে বেশি ক্ষতি দেখানোয় এখন শাস্তি পেতে হচ্ছে।

আরও পড়ুন