প্রথম গোলটি রোনালদোর, মনে করেন ব্রুনো ফার্নান্দেজ

প্রথম গোলটি নিয়ে সন্দেহ ব্রুনো ফার্নান্দেজেরওছবি: এএফপি

প্রথম গোলটি কী ক্রিস্টিয়ানো রোনালদো করেছিলেন! উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলের জয়ে ৫৪ মিনিটের যে গোলে পর্তুগাল এগিয়ে গিয়েছিল, সেটি ব্রুনো ফার্নান্দেজের ক্রসে মাথা ছুঁইয়ে রোনালদো করেছেন বলেই তাৎক্ষণিকভাবে মনে হয়েছিল। কিন্তু পর্তুগাল তারকা যখন গোল উদ্‌যাপনে ব্যস্ত, ঠিক তখনই স্টেডিয়ামের লাউড স্পিকারে জানিয়ে দেওয়া হয়, রোনালদো নয়, ব্রুনো ফার্নান্দেজের গোলেই এগিয়ে গেছে পর্তুগাল।

ব্রুনো ফার্নান্দেজের ক্রসে বলে মাথা কি ছুঁইয়েছিলেন রোনালদো
ছবি: রয়টার্স

রোনালদো নিজেও তাঁর অভিব্যক্তিতে ব্যাপারটি নিয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করেন, মাথা দেখিয়ে বারবার বলার চেষ্টা করেছিলেন ফার্নান্দেজের ক্রসে তিনি হেড করেছেন।

পর্তুগালের দ্বিতীয় গোলটি নিয়ে কোনো সন্দেহ নেই। সেটি করেছেন ব্রুনো ফার্নান্দেজই, আর সেটি পেনাল্টি থেকে। উরুগুয়েকে ২-০ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল ম্যানচেস্টার ইউনাইটেড তারকার। এটাই এখন অফিশিয়ালি স্বীকৃত।

তবে ম্যাচ শেষে ফার্নান্দেজ নিজেই প্রথম গোলটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর ওই গোলটি রোনালদোর বলেই ধারণা তাঁর, ‘আমার মনে হচ্ছে, বলটা ক্রিস্টিয়ানোর মাথা স্পর্শ করেছিল। গোলটা সে-ই করেছে। তবে আসল ব্যাপার হচ্ছে, আমরা ম্যাচটা জিতেছি এবং আমরা শেষ ষোলোতে জায়গা করে নিয়েছি। আজকের ম্যাচটি যথেষ্ট কঠিনই ছিল।’

প্রথম গোলটির পর ফার্নান্দেজের উদ্‌যাপনটাও ছিল রোনালদোকে কেন্দ্র করেই, ‘আমি গোলটা উদ্‌যাপনও করেছি ক্রিস্টিয়ানোর গোল মনে করে। পরে দেখলাম সেটি তাঁকে না দিয়ে আমাকে দেওয়া হয়েছে।’

সোমবার গ্রুপ ‘এইচ’ এর অন্য ম্যাচটি ছিল উপভোগ্য। দক্ষিণ কোরিয়া দুর্দান্ত খেলেও ঘানার কাছে হেরে গেছে ৩-২ গোলে। পর্তুগাল শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে কোরিয়ার বিপক্ষে। সে ম্যাচ নিয়ে সতর্ক ফার্নান্দেজ, ‘আমরা জানি আমরা একটা গোছানো একটা দলের মুখোমুখি হতে যাচ্ছি। তাদের দলে প্রতিভার যথেষ্ট। ঘানার বিপক্ষে ম্যাচে আমরা তেমনটিই দেখলাম।’