বাফুফের এলিট একাডেমিতে লাইবেরিয়ার সাবেক কোচ

পিটার বাটলারবাফুফে

বাফুফে এলিট একাডেমির প্রধান কোচ হিসেবে ইংল্যান্ডের পিটার বাটলারকে আগেই নিয়োগ দিয়েছিল। কাল তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। বাটলারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে বাফুফে।

আরও পড়ুন

পল স্মলি এই এলিট একাডেমির ছেলেদের কোচিংয়ের দায়িত্বে ছিলেন। তাঁর বিদায়ের পর রাশেদ আহমেদ অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছেন। তিনিও বিদেশে চলে যাওয়ায় কোচশূন্যই ছিল বাফুফের ফুটবলার তৈরির এই প্রকল্প।

ইংলিশ কোচ বাটলার নব্বইয়ের দশকে প্রিমিয়ার লিগে খেলেছেন ওয়েস্ট হামের হয়ে। এ ছাড়া খেলেছেন ওয়েস্ট ব্রমউইচ, নটস কাউন্টি ও হালিফেক্স টাউনের হয়েও। বাংলাদেশে আসার আগে তিনি লাইবেরিয়ান জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বতসোয়ানা জাতীয় দল, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ান লিগেও কোচ হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুন