২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সেমিফাইনালে এবারও ভুটানকে পেলেন সাবিনারা

মেয়েদের সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটানসাফ

নেপাল না ভুটান—সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ হবে কারা, এই প্রশ্নের উত্তর মিলল। গতবারের মতো এবারও শেষ চারে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ভুটান, যাদের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা কখনো হারেননি। ‘বি’ গ্রুপে গোলপার্থক্যে নেপালের পেছনে থেকে দ্বিতীয় হয়েছে ভুটান।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। দিনের প্রথম ম্যাচে ভুটান অবিশ্বাস্যভাবে মালদ্বীপকে ১৩-০ গোলে হারানোর পর গ্রুপসেরা হতে নেপালের দরকার ছিল ৬ গোলের ব্যবধানে জয়ের। শ্রীলঙ্কাকে ৬-০ গোলে হারিয়ে সেই সমীকরণ মেলায় স্বাগতিক নেপাল। নেপালি মেয়েরা ষষ্ঠ গোলটি করেছে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৩–০ গোলে হারিয়েছে ভুটান
সাফ

নেপাল প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ৪-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধানটা ৫-০ করে তারা। এরপর মোটামুটি সবাই রক্ষণকার্যে নেমে নেপালকে হতাশ করে ষষ্ঠ গোলটি করতে দিচ্ছিল না লঙ্কানরা। অবশেষে শ্রীলঙ্কার প্রতিরোধ ভাঙে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। রেশমি কুমারী ঘিসিংয়ের গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় নেপাল।

আরও পড়ুন

এই ম্যাচ শেষে নেপাল-ভুটান দুই দলেরই ৭ পয়েন্ট হয়। মুখোমুখি লড়াইয়ের ম্যাচটি ড্র হওয়ায় দুই দলকে আলাদা করতে দেখা হয় গ্রুপ পর্বের গোলপার্থক্য। ভুটানের (‍+১৬) চেয়ে ১ গোলে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন নেপাল। দুই দলই তিন ম্যাচে করেছে ১৭টি করে গোল। নেপাল কোনো গোল খায়নি, ভুটান খেয়েছে ১টি। পার্থক্য গড়ল সেটিই।

২৭ অক্টোবর প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই দিনে অন্য সেমিফাইনালে নেপালের প্রতিপক্ষ ভারত।

আরও পড়ুন