‘বন্ধু জাভির বার্সেলোনা ঠিক পথেই আছে’

স্প্যানিশ সুপার কাপের ট্রফি নিয়ে উচ্ছ্বসিত বার্সেলোনার খেলোয়াড়েরাছবি : টুইটার

বার্সেলোনা আর আগের মতো নেই—২০২১ সালে লিওনেল ক্যাম্প ন্যু ছেড়ে পিএসজিতে চলে যাওয়ার পর দলটির সমর্থকদের কণ্ঠে ছিল এমন হতাশার সুর।বার্সেলোনার সাবেক খেলোয়াড়েরাও সেই সুরে গলা মেলাতে শুরু করেন।

পতিত বার্সেলোনাকে আবার ওপরে তুলতে ক্লাবটির বোর্ড কোচ হিসেবে নিয়ে আসেন তাঁদেরই সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজকে। ক্যাম্প ন্যুতে এসে ধীরে ধীরে নতুন করে দলকে পুনর্গঠনের চেষ্টা শুরু করেন জাভি। প্রতিশ্রুতি দেন ক্লাবের হারানো গৌরব ফেরানোর।

জাভির এই অভিযানের প্রথম পুরস্কার পেয়েছে গত পরশু। সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩–১ ব্যবধানে উড়িয়ে জিতেছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। এ শিরোপা জয়ের পর ক্যাম্প ন্যুতে আবার ফিরে এসেছে আনন্দ। সমর্থকদের সঙ্গে খুশি দলটির সাবেক খেলোয়াড়েরাও। কিংবদন্তি রোনালদিনিও সেই দলের একজন।

বার্সার কোচ হিসেবে প্রথম ট্রফি জিতেছেন জাভি
ছবি : টুইটার

বার্সেলোনাকে সুপার কাপের শিরোপা জয়ের অভিনন্দন জানিয়ে রোনালদিনিও সামাজিক যোগাযোগামাধ্যমে লিখেছেন, তাঁর সাবেক সতীর্থ আর বন্ধু জাভির অধীনে বার্সেলোনা সঠিক পথেই আছে। ক্যাম্প ন্যুতে আবার সোনালি হাসি খুব ভালোভাবে ফিরবে বলেই আশা ব্রাজিলের সাবেক প্লেমেকারের।

ছয় মৌসুম বার্সায় একসঙ্গে কাটিয়েছেন রোনালদিনিও ও জাভি
ফাইল ছবি

বার্সার কোচ হিসেবে সুপার কাপের শিরোপাই জাভির প্রথম মুকুট জয়। একই সঙ্গে এই মুহূর্তে লা লিগার পয়েন্ট তালিকারও শীর্ষে আছে বার্সেলোনা। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট কাতালান ক্লাবটির। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

সব মিলিয়ে খুশি বার্সেলোনার হয়ে পাঁচটি শিরোপা জেতা রোনালদিনিও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘সুন্দর ফলের জন্য বার্সেলোনাকে অভিনন্দন!!! অভিনন্দন টিম ম্যানেজমেন্ট ও আমার বন্ধু জাভিকেও। আমরা সঠিক পথেই আছি।’

২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন রোনালদিনিও। সে সময় তিনিই ছিলেন বার্সার সবচেয়ে বড় তারকা। তাঁর সময়েই ক্লাবের মূল দলে অভিষেক হয় মেসির। রোনালদিনিওর নৈপুণ্যেই ১৪ বছরের খরা কাটিয়ে ২০০৬ সালে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে বার্সেলোনা। ক্লাবটির হয়ে দুটি করে লা লিগা ও সুপার কাপও জিতেছেন তিনি।

আরও পড়ুন