মেসির জার্সিতে যে ঘ্রাণ ...
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) তৃতীয় খেলোয়াড় হিসেবে ৪০০তম ম্যাচটি খেলেছিলেন ড্যাক্স ম্যাকার্টি। ৩৬ বছর বয়সী এ মিডফিল্ডার তখন জানিয়েছিলেন, অবসরের কথা ভাবছেন, তার আগে ন্যাশভিল এসসিকে একটা শিরোপা জেতাতে পারলে মন্দ হয় না! মাত্র ৭ বছর আগে যাত্রা শুরু করা ন্যাশভিল যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলে এখনো কোনো শিরোপা জেতেনি। লিগস কাপের ফাইনালে সেই অপূর্ণ ইচ্ছাটা পূরণের আশা করেছিলেন ম্যাকার্টি। বেচারার কপাল খারাপ।
প্রতিপক্ষ দলে লিওনেল মেসি থাকলে কপাল খারাপ ছাড়া আর কীই–বা বলা যায়!
টেনেসির জিওদিস পার্কে আজ লিগস কাপের ফাইনালে মেসিকে থামাতে পারেনি ন্যাশভিল। ২৩ মিনিটে তাঁর গোলে এগিয়ে গিয়েছিল মায়ামি। পরে ৫৭ মিনিটে ন্যাশভিল সমতায় ফিরলেও টাইব্রেকারে ১০–৯ ব্যবধানের হারে ফিরতে হয় খালি হাতে। তবে ম্যাকার্টি কিন্তু খালি হাতে ফেরেননি। সান্ত্বনা পুরস্কার হিসেবে পেয়েছেন মেসির জার্সি।
ফাইনাল শেষে ড্যাক্স ম্যাকার্টির একটি ছবি টুইটারে পোস্ট করেন তাঁর স্ত্রী জেন ম্যাকার্টি। সেই ছবিতে দেখা যায়, মেসির জার্সি হাতে হাসিমুখে দাঁড়িয়ে আছেন ড্যাক্স ম্যাকার্টি। এই ছবির ক্যাপশনে তাঁর স্ত্রী লিখেছেন, ‘আমরা এটার ঘ্রাণ নিয়েছি। তার ঘামের ঘ্রাণ স্ট্রেট কোলনের মতো।’ কোলন বিশ্বখ্যাত একটি পারফিউম, যার উৎস জার্মানির কোলন শহরে।
লিগস কাপ জিতে নিজের ট্রফি ক্যাবিনেটটা আরেকটু সমৃদ্ধ করে নিলেন মেসি। ফুটবল ইতিহাসে এককভাবে শিরোপা জয়ে সবার ওপরে উঠলেন। এ পথে পেছনে ফেলেছেন বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ দানি আলভেজকে।
যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে আটক ব্রাজিলিয়ান তারকা আলভেজ তাঁর ক্যারিয়ারে জিতেছেন ৪৩টি শিরোপা। তাঁকে ছাড়িয়ে এবার মেসি জিতলেন ৪৪তম শিরোপা। ওদিকে ন্যাশভিলকে একটা শিরোপা জেতাতে ম্যাকার্টির অপেক্ষা আরও বাড়ল।