মাদ্রিদ ‘ডার্বি’র ফল যে সুবিধা দিতে পারে বার্সাকে

দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আজ কে জিতবে—রিয়াল নাকি আতলেতিকো?ছবি : সংগৃহীত

‘যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই’—বাংলা এই প্রবাদকে ‘মাদ্রিদ ডার্বি’ সামনে রেখে চাইলে এভাবে লেখা যায় ‘যাদের খেলা তাদের খবর নেই, বার্সেলোনার ঘুম নেই!’

বার্সার ঘুম উবে গেছে, বলাটা একটু বাড়াবাড়ি। ২২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষ জাভি হার্নান্দেজের দল। তবে প্রতিযোগিতা যেহেতু লিগ পদ্ধতিতে, তাই শীর্ষে থেকেও অন্য ম্যাচে চোখ রাখতে হয়। অন্তত কাছাকাছি থাকা দলগুলোর ফলে চোখে রাখলে বোঝা যায় নিজেদের ম্যাচে ‘কী করিতে হইবে।’

সান্তিয়াগো বার্নাব্যুতে আজ বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে আতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। আতিথ্য? কথাটা শোনায় ভালো, তবে নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠের লড়াই রিয়াল যে সমাদর করবে না, মোটামুটি সবারই জানা।

পয়েন্ট টেবিলে তাকিয়ে দুই দলই জিততে মরিয়া থাকবে। ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সঙ্গে ৮ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে কার্লো আনচেলত্তির দল। লিগ শিরোপা ধরে রাখতে হলে রিয়ালকে বাকি ১৬ ম্যাচে এই ব্যবধান কমিয়ে শীর্ষে উঠতে হবে।

২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ দিয়েগো সিমিওনের আতলেতিকো। হাতে ১৬ ম্যাচ রেখে বার্সার সঙ্গে ১৮ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে মাদ্রিদের ক্লাবটি। লিগের এ পথ পর্যন্ত এসে ১৮ পয়েন্টের এই ব্যবধান ঘুচিয়ে আতলেতিকো চ্যাম্পিয়ন হবে—এ কথার বিপক্ষে বাজি ধরার লোকের সংখ্যাই বেশি হবে। সিমিওনের দলের তাই এখন একটাই লক্ষ্য থাকতে পারে—লিগ টেবিলে যতটা সম্ভব ওপরে থেকে মৌসুম শেষ করা যেন শীর্ষ চার দলের একটি হয়ে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলা যায়। সে পথে রিয়ালকে হারাতে পারাটা হবে আতলেতিকোর বড় অর্জন। পয়েন্ট টেবিলে তাকিয়ে নিজেরা আরও নিশ্চিত হতে থাকতে বার্সাও নিশ্চয়ই আতলেতিকোর জয় কামনা করবে।

সর্বশেষ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে রিয়াল–আতলেতিকো
ফাইল ছবি

লা লিগায় এখনো রিয়ালের সঙ্গে একটি ম্যাচ বাকি বার্সার। গত বছর অক্টোবরে লিগ মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’য় রিয়ালের মাঠে গিয়ে ৩-১ গোলে হেরেছে বার্সা। আতলেতিকোর সঙ্গেও একটি ম্যাচ বাকি আছে লিগে। বড় দল বলেই এ দুটি ম্যাচে বার্সার পা হড়কানোর সম্ভাবনা বেশি।

বিষয়টি মাথায় রেখেই জাভির দল আশা করবে আজ আতলেতিকো জিতুক, তাহলে রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও বাড়বে শীর্ষে থাকা বার্সার। সেটি হলে পরে দু-একটি ম্যাচে পা হড়কালেও অত বেশি দুশ্চিন্তা থাকবে না জাভির দলের। রিয়ালের ক্ষেত্রে সমীকরণটা ভিন্ন। লিগে আতলেতিকোর সঙ্গে এটাই শেষ ম্যাচ কার্লো আনচেলত্তির দলের। আজ জিততে পারলে এবং প্রতিপক্ষ বিচারে লিগের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বার্সার সঙ্গে শেষ ম্যাচটি জিতলে অন্তত বড় ম্যাচে নিজেদের কাজটা সেরে রাখতে পারবে রিয়াল। তবে নিজেদের অন্য সব ম্যাচ জিতলেও আনচেলত্তির দলের লাভ হবে না, যদি না বার্সা পয়েন্ট হারায়।

আরও পড়ুন

আতলেতিকো কোচ সিমিওনের জন্য আজকের ম্যাচটি ঐতিহাসিক। ২০১২ সালের ৭ জানুয়ারি আতলেতিকোর দায়িত্ব নেওয়ার পর ৪,৪৩২ দিনে নিজের ৩৯তম মাদ্রিদ ডার্বিতে ডাগআউটে থাকবেন আর্জেন্টাইন এ কোচ। আতলেতিকোর কোচ হিসেবে এটি হবে সিমিওনের ৬১২তম ম্যাচ। এর মধ্য দিয়ে আতলেতিকোর কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানোর রেকর্ড গড়া লুইস আরাগোনাসকে ধরে ফেলবেন সিমিওনে।

আরাগোনাসও আতলেতিকোর কোচ হিসেবে ৬১২ ম্যাচে কোচিং করিয়েছেন। এ ছাড়া রিয়ালের কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজকে টপকে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানোর রেকর্ড গড়বেন সিমিওনে। লা লিগায় সমান ৪২৪ ম্যাচে কোচিং করিয়েছেন সিমিওনে ও মুনোজ।

আরও পড়ুন