যে কারণে লিপস্টিক মাখার ভঙ্গিতে গোল উদ্যাপন মারিয়াদের
সেমিফাইনালে ভুটানের বিপক্ষে সাবিনা খাতুন পঞ্চম গোলটি করতেই বাংলাদেশের মেয়েরা ছুটে গেলেন গ্যালারির দিকে। এরপর ঠোঁটের দিকে আঙুল দেখিয়ে গোল উদ্যাপনে ব্যস্ত হয়ে পড়লেন। গোল করার পর উদ্যাপনে অনেকটা অভিনয়ের ভঙ্গিতে সবাইকে দেখালেন কীভাবে লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙিয়েছেন মেয়েরা! নেপালে অনুষ্ঠানরত সাফে এমন ব্যতিক্রমী উদ্যাপন এর আগে কখনোই করেননি মারিয়া মান্দা, সানজিদা আক্তাররা।
হঠাৎ কেন ঠোঁটে লিপস্টিক মাখার অভিনয় করে গোল উদ্যাপন? প্রশ্নটা করতেই হাসতে হাসতে সানজিদা বলছিলেন, ‘আমরা গতকাল রাতে পরিকল্পনা করেছিলাম, যদি ভুটানকে প্রথমার্ধেই ৪ গোল দিতে পারি, তাহলে দ্বিতীয়ার্ধে লিপস্টিক পরে খেলতে নামব। আমার এই পরিকল্পনার কথা জানাতেই সবাই রাজি হয়ে যায়। এরপর ৪ গোল নিশ্চিত করে ড্রেসিংরুমে গিয়ে আমরা লিপস্টিক নিয়েছি।’
লিপস্টিক মেখে মাঠে নামা ও লিপস্টিক মাখার ভঙ্গি করে গোল উদ্যাপনের এই পরিকল্পনার উদ্যোগ নেন মিডফিল্ডার সানজিদা। এ জন্য ড্রেসিংরুমে ঢুকে সবার আগে তিনিই ঠোঁটে লিপস্টিক মাখতে শুরু করেন। এরপর অন্যরাও লিপস্টিক মেখেছেন।
যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের স্ট্রাইকার অ্যালেক্স মরগানকে লিপস্টিক মেখে গোল উদ্যাপন করতে দেখেছেন সানজিদা। মরগানের কাছ থেকেই পেয়েছেন এমন ব্যতিক্রমী উদ্যাপনের পরিকল্পনা, ‘অ্যালেক্স মরগানকে দেখেছি লিপস্টিক নিয়ে খেলতে। মার্তাকেও (ব্রাজিলের নারী দলের ফুটবলার) দেখেছি। ওনাদের মতো এত বড় মাপের ফুটবলাররা যদি মেকআপ করে, কাজল মেখে মাঠে নামেন, তাহলে আমরাও তো এমন করতে পারি।’
সাধারণত সাজগোজে খুব বেশি আগ্রহ নেই কৃষ্ণা রানী সরকারের। কিন্তু সানজিদার পাল্লায় পড়ে কাল এই স্ট্রাইকারকেও দেখা গেল লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙাতে। আজ নেপালের আর্মি হেডকোয়ার্টার মাঠে অনুশীলনের সময় এই প্রসঙ্গ তুলতেই হাসিমুখে কৃষ্ণা বলছিলেন, ‘বাড়িতে থাকলে কখনোই লিপস্টিক দেওয়া হয় না। তবে ৪ গোলে এগিয়ে থাকার পর যখন পরিকল্পনা হলো, আমিও ড্রেসিংরুমে গিয়ে লিপস্টিক নিয়েছি।’
ডিফেন্ডার মাসুরা পারভীনেরও লিপস্টিক নেওয়ায় আগ্রহ কম। কিন্তু ফাইনালে ওঠার আনন্দে ঠোঁট রাঙিয়েছেন এই ফুটবলারও। আজ প্রসঙ্গটি তুলতেই বলছিলেন, ‘লিপস্টিক নেওয়ার পরিকল্পনা শুনি মারিয়ার মুখ থেকে। আমি আসলে চোখে আইলাইনার দিতে ভালোবাসি। লিপস্টিক সব সময় সঙ্গে থাকলেও নিই না। কিন্তু কাল এত আনন্দের মধ্যে উদ্যাপনটাও আলাদা রকমের করতে চেয়েছি।’
এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর গুলি করা ও স্যালুটের ভঙ্গিতে গোল উদ্যাপন করেছিলেন সাবিনা খাতুনরা। টুর্নামেন্টে টানা চার জয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সাফের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে প্রথমবারের মতো হারিয়েছেন মেয়েরা। এখন পর্যন্ত ৪ ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে ২০টি গোল। কিন্তু বাংলাদেশ দল কোনো গোল খায়নি। টুর্নামেন্টটা রাঙিয়ে নিতে আর মাত্র একটা জয় দূরে কৃষ্ণা, আঁখি, মনিকারা। ১৯ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।