ম্যানচেস্টার বিমানবন্দরে ৩০ মিনিট অপেক্ষায় রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলতে ম্যানচেস্টার গেছেন ভিনি–মিলিতাওরাছবি: টুইটার

প্রতিপক্ষের মাঠে খেলতে গেলে অতিথি দলকে নানাভাবে জ্বালাতন করার একটা রেওয়াজ আছে। এটি ফুটবলের চিরন্তন ঐতিহ্যেরই অংশ। ম্যাচের আগের রাতে অতিথি দলের খেলোয়াড়েরা যেন শান্তিতে ঘুমাতে না পারেন, সে জন্য স্বাগতিক সমর্থকদের হোটেলের সামনের রাস্তায় হইহই করা, পটকা–বাজি ফোটানো, ভুভুজেলা বাজানো—কত কী–ই না ঘটে!

তবে রিয়াল মাদ্রিদের ঘটনাটিকে কি ওই ধরনের কিছু বলা যায়? চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে ম্যানচেস্টার বিমানবন্দরে পৌঁছেই অভিজ্ঞতাটা খুব সুখের হয়নি কার্লো আনচেলত্তির দলের। বিমান থেকে নেমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সারতে গোটা দলকে আধা ঘণ্টা অপেক্ষায় থাকতে হলো। রিয়াল দলকে নিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষের যে বাসটি পাঠানোর কথা ছিল, সেটি সময়মতো আসেইনি।

আরও পড়ুন

ডেইলি মেইল জানাচ্ছে খবরটি। ব্রিটিশ পত্রিকাটি লিখেছে, বাসের জন্য অপেক্ষায় থাকা কোচ কার্লো আনচেলত্তিকে বেশ বিরক্তই মনে হয়েছে অপেক্ষার সময়।
সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ সমানে সমান

রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া
ছবি: টুইটার

ভিনিসিয়ুস জুনিয়রের গোলে রিয়াল এগিয়ে গেলেও কেভিন ডি ব্রুইনার গোলে সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি। এখন সিটির ঘরের মাঠে দ্বিতীয় লেগে যে জিতবে, সে–ই ফাইনাল খেলবে। এমন একটা ম্যাচ খেলতে গিয়ে বিমানবন্দরে বাসের জন্য ৩০ মিনিট অপেক্ষা করতে কারোরই ভালো লাগার কথা নয়। আনচেলত্তির শিষ্যরাও ছিলেন বিরক্ত।

অপেক্ষার সময়টা রিয়াল ফুটবলাররা বিমানবন্দরের বহির্গমন এলাকার বাইরে হাঁটাহাঁটি করেই কাটিয়েছেন। কেউ কেউ ব্যস্ত ছিলেন নিজেদের মুঠোফোন ঘাঁটাঘাঁটিতে। বাস এলে অবশ্য সবাই স্বস্তির নিশ্বাস ফেলেন। ম্যানচেস্টারে রিয়াল মাদ্রিদ দলের থাকার ব্যবস্থা করা হয়েছে হায়াত রিজেন্সি হোটেলে।

দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ দলে ফিরছেন এদের মিলিতাও। প্রথম লেগে নিষিদ্ধ ছিলেন এই ডিফেন্ডার। গত শনিবার লা লিগায় হেতাফের বিপক্ষে ম্যাচে দানি কারভাহাল খেলেননি নিষিদ্ধ থাকায়। দ্বিতীয় লেগে তিনি ফিরছেন। যদিও প্রথম লেগে কারভাহাল খেলেছেন, ম্যানচেস্টার সিটি ফুটবলার জ্যাক গ্রিলিশের সঙ্গে বেশ কয়েকবারই লেগে গিয়েছিল তাঁর।

আরও পড়ুন

তবে এই ম্যাচে এদুয়ার্দো কামাভিঙ্গার ফিটনেস নিয়ে চিন্তিত রিয়াল। বার্নাব্যুতে প্রথম লেগে কামাভিঙ্গা ছিলেন দুর্দান্ত। ভিনিসিয়ুসের গোলটিতে ছিল তাঁর অবদান। হেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচটিতে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। এ জন্য তাঁকে দ্বিতীয়ার্ধে তুলে নেওয়া হয়।