বার্সাকে ‘আমাদের ঘর’ লিখলেন স্ত্রী, রাফিনিয়া বললেন, সেই ঘরেই শেষ দিন পর্যন্ত থাকতে চাই

চুক্তি নবায়নের পর স্ত্রী, সন্তান ও বার্সা সভাপতির সঙ্গে রাফিনিয়ানাতালিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডল

ইনস্টাগ্রামে রাফিনিয়ার স্ত্রী নাতালিয়া বেল্লোলি ছবিটি পোস্ট করেছেন গতকাল রাতে। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা ও নাতালিয়ার মাঝে সন্তান কোলে দাঁড়িয়ে রাফিনিয়া। নাতালিয়া ও লাপোর্তার হাতে বার্সার একটি জার্সি। সেখানে রাফিনিয়ার নাম লেখা এবং জার্সি নম্বর ২০২৮! নাতালিয়া ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ঘর।’

নিশ্চয়ই বুঝে ফেলেছেন, ব্রাজিলিয়ান উইঙ্গারের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বার্সা। দারুণ এক মৌসুম কাটানোর পুরস্কার হিসেবেই গতকাল রাফিনিয়ার সঙ্গে চুক্তি নবায়ন করে কাতালান ক্লাবটি।

আরও পড়ুন

লিডস ইউনাইটেড থেকে ২০২২ সালে বার্সায় যোগ দিয়ে সে মৌসুমে লা লিগা জিতেছিলেন রাফিনিয়া। পরের মৌসুমটি বাজে কাটায় ক্লাবটি ছেড়ে দেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন। কোচ হান্সি ফ্লিকের অনুরোধে শেষ পর্যন্ত থেকে যান রাফিনিয়া। বাকিটা প্রায় সবারই জানা। এ মৌসুমে বার্সার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে দারুণ ভূমিকা ছিল ২৮ বছর বয়সী এ উইঙ্গারের।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ৫৬ ম্যাচে ৩৪ গোলের পাশাপাশি ২৫ গোল করিয়েছেন রাফিনিয়া। বার্সা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেও ১৩ গোল নিয়ে প্রতিযোগিতাটির এ মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও তিনি। এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়েও টিকে আছেন ভালোভাবে।

বার্সায় সুখের দিন কাটছে রাফিনিয়া ও নাতালিয়ার
নাতালিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডল

বার্সার সঙ্গে রাফিনিয়ার আগের চুক্তির মেয়াদ ২০২৭ সালে শেষ হতো। কিন্তু দারুণ একটি মৌসুম কাটানোর পর ক্লাবটি আর দেরি করেনি। আরও এক বছরের জন্য রাফিনিয়াকে ধরে রাখা নিশ্চিত করেছে বার্সা। ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ‘চুক্তি নবায়নে রাফিনিয়া ও বার্সা ঐক্যমতে পৌঁছেছে, যেটার মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।’

আরও পড়ুন

চুক্তি নবায়নের পর রাফিনিয়া বলেছেন, ‘আমি রাফিনিয়া এখন বাবার পাশাপাশি অধিনায়কও। যখন এসেছিলাম তখনকার তুলনায় দায়িত্ব বেড়েছে। বছরগুলো ঘোরার সঙ্গে সবাই আরও বেশি পরিণত হয়ে ওঠে।’ রাফিনিয়ার এরপর যা বলেছেন শুনে খুশি লাগতে পারে বার্সার সমর্থকদের, ‘সমর্থকদের আনন্দ দেওয়া ধরে রাখতে চাই। পরিবারকে বলেছি, ক্যারিয়ারের শেষ পর্যন্ত এখানে (বার্সা) থাকাটা আমার স্বপ্ন। নিজের সেরাটা দিয়ে আমি তা করতে চাই।’

রাফিনিয়া জানিয়েছেন, চুক্তি নবায়নের ব্যাপারটি তিনি প্রত্যাশা করেননি, ‘ক্লাবের পক্ষ থেকে এই নতুন প্রস্তাব আমি প্রত্যাশা করিনি। অনুশীলন কিংবা ম্যাচে এ জার্সির জন্য আমি সর্বস্ব নিংড়ে দেব।’

ফ্লিক গত বুধবার বার্সার সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি নবায়নের পর রাফিনিয়ার মেয়াদও বাড়ানো হলো। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ১৭ বছর বয়সী তারকা উইঙ্গার লামিনে ইয়ামালও খুব দ্রুতই চুক্তি নবায়ন করবেন। তাঁর এজেন্ট হোর্হে মেন্দেজ সাংবাদিকদের বলেছেন, ‘সে দ্রুতই নবায়ন করবে।’