সিরি ‘আ’তে প্রথম ৩০ ম্যাচেই গোল, ইন্টার মিলানের রেকর্ড

ইন্টার মিলানের রেকর্ড ছোঁয়ার রাতে দ্বিতীয় গোলটি করেছেন অ্যালেক্সিস সানচেজরয়টার্স

সিরি ‘আ’ জয়টা এখন শুধুই সময়ের ব্যাপার ইন্টার মিলানের। কাল রাতে সান সিরোতে এম্পোলিকে ২-০ গোলে হারিয়ে দলটি যে নিকট প্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে এগিয়ে গেছে ১৪ পয়েন্টে। মৌসুমে আরও ৮টি করে ম্যাচ বাকি আছে দলগুলোর। শেষ আট ম্যাচে ১১ পয়েন্ট পেলেই ২০তম সিরি ‘আ’ জিতে যাবে ইন্টার।

সর্বশেষ জয়ের পথে বড় এক রেকর্ডও ছুঁয়েছে ইন্টার। এ মৌসুমে সিরি ‘আ’তে খেলা ৩০ ম্যাচেই গোল করেছে ১৯ বারের লিগ চ্যাম্পিয়নরা। সিরি ‘আ’তে এর আগে মাত্র একটি দলই মৌসুমের প্রথম ৩০ ম্যাচে গোল করেছিল। সেই দলটি জুভেন্টাস, সিরি ‘আ’র সবচেয়ে সফল দলটি ২০১৩-১৪ মৌসুমে প্রথম ৩০ ম্যাচেই গোল পেয়েছিল। এবার ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর কোনো দলের নেই এই কীর্তি।

ইন্টার প্রথম গোলটি ফেদেরিকো দিমার্কোর
রয়টার্স

ইন্টারের প্রতিপক্ষ এম্পোলি এর আগে খেলা সর্বশেষ তিন ম্যাচেই হেরেছিল ১-০ গোলে। সেই দল কাল রাতে পাঁচ মিনিটেই খেয়ে বসে প্রথম গোল। আলেসান্দ্রো বাস্তোনির ক্রস থেকে গোল করেন ফেদেরিকো দি মার্কো। পুরো ম্যাচে দাপট দেখালেও দ্বিতীয় গোল পেতে ৮২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইন্টারকে। বাস্তোনির বদলি হিসেবে নামা অ্যালেক্সিস সানচেজ করেন সেই গোল।

আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগ ডাকছে বোলোনিয়াকে

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ খেলার পথে আরেকটু এগিয়েছে বোলোনিয়া। কাল সালেরনিতানাকে ৩-০ গোলে হারিয়েছে দলটি। এ জয়ে ৩০ ম্যাচ শেষে বোলোনিয়ার পয়েন্ট ৫৭। সমান ম্যাচে পাঁচে থাকা রোমার পয়েন্ট ৫২। রোমা সর্বশেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে লেচ্চের সঙ্গে।

সালেরনিতানাকে হারানোর পর বোলোনিয়ার খেলোয়াড়দের উল্লাস
রয়টার্স

চ্যাম্পিয়নস লিগে না খেললেও সাবেক ইউরোপিয়ান কাপে অবশ্য একবার খেলার সুযোগ পেয়েছিল বোলোনিয়া। সেই স্মৃতিতে অবশ্য ধুলা জমে গেছে। সাতবারের সিরি ‘আ’ চ্যাম্পিয়নরা ১৯৬৩-৬৪ মৌসুমে সর্বশেষ লিগ জয়ের পর খেলেছিল ইউরোপিয়ান কাপ।

আরও পড়ুন