কাবরেরার সিদ্ধান্তহীনতা, ২৩ জনের বদলে ২৪ জন নিয়ে ভারতে বাংলাদেশ

কাল অনুশীলনে হামজা চৌধুরীর সঙ্গে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরাশামসুল হক

সৌদি আরব থেকে ১২ দিনের ক্যাম্প করে মঙ্গলবার দেশে আসার পর ভারত ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল দেওয়ার কথা ছিল কোচ হাভিয়ের কাবরেরার। বাফুফে সূত্রের খবর, এই স্প্যানিশ কোচ বুধবার কিংস অ্যারেনায় অনুশীলন শেষ হওয়া পর্যন্ত সময় চেয়েছিলেন। কিন্তু সেই সময় পেরিয়ে ভারতের বিমান ধরার আগেও দল চূড়ান্ত করতে পারেননি তিনি! তবে যাওয়ার আগে তিন ফুটবলারকে রেখে গেলেন।

দল থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড আরিফ হোসেন, পিয়াস আহমেদ ও ডিফেন্ডার তাজ উদ্দিন। ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে অংশ নিতে আজ সকাল ৯টায় ২৪ জনের স্কোয়াড নিয়েই দেশ ছেড়েছেন কাবরেরা।

একে তো চূড়ান্ত দল ঠিক না করে আনুষ্ঠানিক ফটোসেশন সেরে নতুন বিতর্কে জড়ালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই কোচ। তার ওপর ম্যাচের পাঁচ দিন আগেও জানাতে পারলেন না চূড়ান্ত ২৩ ফুটবলারের নাম।

আনুষ্ঠানিক ফটো সেশনে বাংলাদেশ ফুটবল দল
প্রথম আলো

প্রাথমিক দলে থাকা ২৭ জনের মধ্যে হামজা চৌধুরী, আল-আমিন ও আরিফ হোসেন বাদে বাকি ২৪ জন আগেও কাবরেরার অধীন অনুশীলন করেছেন। শুধু তা–ই নয়, ২৮ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু করে প্রায় ২০ দিনেও চূড়ান্ত দল জমা দিতে পারেননি।

যদিও দল চূড়ান্ত করা নিয়ে কাবরেরার অতীত রেকর্ডও সুখকর নয়। আগেও কোনো এক আন্তর্জাতিক ম্যাচের জন্য ম্যানেজার্স মিটিংয়ে ২৩ জনের নাম জমা দিতে পারেননি কাবরেরা। পরে যা নিয়ে বাফুফের অভ্যন্তরে বেশ আলোচনা হয়। নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর এক দিন আগেই ম্যানেজার্স মিটিংয়ে চূড়ান্ত স্কোয়াড ম্যাচ কমিশনারের কাছে জমা দিতে হয়।

আরও পড়ুন

এবার ভারত ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াড দেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন বাংলাদেশ কোচ। প্রথমত, ৯ ফেব্রুয়ারি ৩৮ জনের দল দেওয়ার পর অনুশীলন না দেখেই পরবর্তী সময়ে ৮ ফুটবলারকে বাদ দেন। দ্বিতীয়ত, দল চূড়ান্ত করার আগে এককভাবে ফাহামিদুল ইসলামকে বাদ দিয়েছেন। তৃতীয়ত, চূড়ান্ত দল জমা না দিয়েই আনুষ্ঠানিক ফটোসেশন সেরে নেন।

সংবাদ সম্মেলনে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ার সঙ্গে কোচ হাভিয়ের কাবরেরা
প্রথম আলো

সাধারণত কোনো সফরের আগে চূড়ান্ত দলেরই ফটোসেশন হয়। সেখানে গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালের আঙিনায় ২৭ জন ফুটবলার, ১০ জন কোচিং স্টাফসহ ৩৭ জনের ফটোসেশন হয়েছে। কিন্তু ম্যাচের এক দিন আগে হলেও ২৪ জন থেকে ১ জনকে কমিয়ে স্কোয়াডটা ২৩-এ নামিয়ে আনতে হবে কাবরেরাকে। সেই কাজও ঠিকমতো হবে কি!

আরও পড়ুন