মেসি ও জোকোভিচের সঙ্গে সময় কাটাতে পেরে মায়ামি মালিকের উচ্ছ্বাস

ইন্টার মায়ামির অন্যতম মালিক হোর্হে মাস (মাঝে) মেসি ও জোকোভিচের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেনছবি : টুইটার

ক্রীড়া জগতের দুই কিংবদন্তি তাঁরা। তাঁদের একসঙ্গে পাওয়া যে কারও জন্য বিশেষ ব্যাপার।

গতকাল রাতে ইন্টার মায়ামির অন্যতম মালিক হোর্হে মাসকে সেই বিশেষ মুহূর্ত উপহার দিয়েছেন লিওনেল মেসি ও নোভাক জোকোভিচ। মেসি ও জোকোভিচের সঙ্গে সময় কাটিয়েছেন মাস।

পরে একই ফ্রেমে তিনজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মায়ামির মালিক। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কী দারুণ এক রাত।’ ক্যাপশনের শেষে দুটি গটের ইমোজি। মানে, মাস বোঝাতে চেয়েছেন, মেসি ফুটবল আর জোকোভিচ টেনিস ভুবনের সর্বকালের সেরা।

ইন্টার মায়ামিকে প্রথম ট্রফির স্বাদ পাইয়ে দিয়েছেন মেসি
ছবি : টুইটার

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে দারুণ সময় পার করছেন মেসি। লিগস কাপ জিতিয়ে মায়ামিকে প্রথম শিরোপা এনে দিয়েছেন। যেটি মেসির ক্যারিয়ারের ৪৪তম শিরোপা। এরপর দলকে তুলেছেন ইউএস ওপেন কাপের ফাইনালেও।

মেসিকে দলে এনে দ্রুততম সময়ের মধ্যে সাফল্য পাওয়ায় উচ্ছ্বাসে ভাসছেন মাস। অন্যদিকে জোকোভিচ কদিন আগেই সিনসিনাটি ওপেনের শিরোপা জিতেছেন। ফাইনালে তিনি ধ্রুপদি এক লড়াইয়ে হারিয়েছেন স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজকে। মেসির মতো শিরোপাজয়ের আনন্দে ভাসছেন ২৩ গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচও।

আরও পড়ুন

মেসি–জোকোভিচকে একই শহরে পেয়ে একসঙ্গে সময় কাটানোর এই সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাননি মাস। এ ক্ষেত্রে দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকেও হয়তো কাজে লাগিয়েছেন ইন্টার মায়ামি মালিক। এর আগে গত জুনে পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ আঁ–এর শিরোপা জেতার রাতে দর্শক সারিতে উপস্থিত ছিলেন জোকোভিচ। পরে মেসি ও নেইমারের সঙ্গে দেখাও করেছেন সার্বিয়ান টেনিস তারকা।

আরও পড়ুন

মেসির সঙ্গে সাক্ষাতের পর জোকোভিচ সে সময় বলেছিলেন, ‘এটা তাদের (মেসি–নেইমার) সঙ্গে আমার প্রথম সরাসরি সাক্ষাৎ। তাদের সঙ্গে দেখা হওয়াটা দারুণ আনন্দের। বিশেষ করে মেসির সঙ্গে। সে এমন একজন খেলোয়াড়, যে কিনা ফুটবল ইতিহাসে নিজের অনন্যসাধারণ ছাপ রেখেছে।’

সম্প্রতি সিনসিনাটি ওপেন জিতেছেন জোকোভিচ
ছবি : টুইটার

মেসির বিশ্বকাপ জয়ের পরও তাঁকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন জোকোভিচ। বলেছিলেন, ‘খেলাধুলার এবং ফুটবলের একজন ভক্ত হবে আমি তাকে খুব পছন্দ করি এবং অনেক শ্রদ্ধা করি। আমার মনে হয়, সে যা অর্জন করেছে, তাতে পৃথিবীর বেশির ভাগ মানুষ খুশি। সে সব সময় বিনয়ী এবং পা মাটিতে রাখে, এমন মানুষ। কখনোই সে সাফল্যের উচ্ছ্বাসে ভেসে যায় না। যেসব শিশু তাকে অনুসরণ করে, তাদের জন্য সে দারুণ উদাহরণ।’

এদিকে লিগস কাপ ও সিনসিনাটির ব্যস্ততার পর মেসির অপেক্ষা মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেকের। বাংলাদেশ সময় রোববার ভোরে যুক্তরাষ্ট্রের লিগে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন মেসি। ওই ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ নিউইয়র্ক রেড বুলস।