জাপানকে হারিয়ে শিরোপা জয়ের সঙ্গে প্রতিশোধও নেওয়া হলো স্পেনের

জাপানকে হারিয়ে শিরোপা স্পেনের ঘরেছবি: এএফপি

জাপানের কাছে ২০১৮ সালের ফাইনালে ৩-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন বিসর্জন হয়েছিল স্পেনের অনূর্ধ্ব–২০ নারী দলের। কী কাকতাল, আজ ঠিক একই ব্যবধানে ফাইনালে জাপানকে হারিয়ে অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপ জিতল স্পেন!
সেদিক বিবেচনা করে সালমা পারালুয়েলোর অসাধারণ পারফরম্যান্সে জেতা এ ম্যাচে শিরোপা জয়ের সঙ্গে জাপানের বিপক্ষে ২০১৮ সালে হেরে যাওয়ার প্রতিশোধটাও নেওয়া হয়ে গেল স্পেনের মেয়েদের।

কোস্টারিকার সান হোসের স্তাদিও নাসিওনালে ম্যাচের ১২ মিনিটে স্পেন এগিয়ে যায়। দলকে এগিয়ে দেওয়া গোলটি করেছেন মারিয়া গাবারো। এরপর ৫ মিনিটের মধ্যে পারালুয়েলোর জোড়া গোলে ব্যবধান ৩–০ করে স্পেন। ২২ মিনিটে প্রথম গোলটি করেন অসাধারণ একক নৈপুণ্যে। এ বছরই বার্সেলোনায় নাম লেখানো এই উইঙ্গার নিজের দ্বিতীয় গোলটি ২৭ মিনিটে করেন পেনাল্টি থেকে।

৩–০ গোলে পিছিয়ে পড়া জাপান এরপর স্পেনের রক্ষণে বেশ কয়েকবার ফাটল ধরাতে পারলেও গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে তারা গোল পায় ৪৭ মিনিটে। ব্যবধান কমানো গোলটি করেন সুজু আমানো। কিন্তু ওই পর্যন্তই, এরপর সেভাবে আর কোনো গোলের সুযোগও তৈরি করতে পারেননি জাপানের মেয়েরা।

স্পেনের কাছে এ হারে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে ৯ ম্যাচেই থেমে গেল জাপানের মেয়েদের জয়যাত্রার ধারা। জাপানের মেয়েরা সর্বশেষ হেরেছিল ২০১৮ সালে ফ্রান্স বিশ্বকাপে। সেবার গ্রুপ পর্বের হারটি ছিল স্পেনেরই কাছে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় অবশ্য হয়েছেন জাপানের ফরোয়ার্ড মাইকা হামানো। আর ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা স্পেনের গাবারো। ১২ বছরের মধ্যে এই প্রথম কোনো খেলোয়াড় অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপের এক আসরে সাত গোলের চেয়ে বেশি করলেন।