বিলাসবহুল গাড়ি কিনেই চলেছেন নেইমার, এবার কিনলেন পোরশের দ্বিগুণ দামের ফেরারি
কদিন আগেই ৮ কোটি টাকা মূল্যের পোরশে ৯১১ জিটি৩ আরএস গাড়ি কিনে আলোচনায় এসেছিলেন নেইমার। সেই গাড়ি কেনার খবর পুরোনো হওয়ার আগেই নেইমারের গ্যারেজে প্রবেশ করল নতুন আরেকটি গাড়ি। ব্রাজিলিয়ান তারকা এবার কিনলেন ফেরারি পুরোসাঙ্গু মডেলের বিলাসবহুল আরেকটি গাড়ি। একের পর এক গাড়ি কিনে নেইমার যেন গাড়ি কেনাকে এখন নেশায় পরিণত করেছেন!
নেইমারের বিলাসবহুল গাড়ির প্রতি আগ্রহ অবশ্য অনেক আগে থেকেই। বিভিন্ন সময় গাড়ির কারণে সংবাদের শিরোনামেও এসেছেন সান্তোস ফরোয়ার্ড। তবে এবার অল্প সময়ের ব্যবধানে দুটি নতুন গাড়ি কিনে যেন চমকে দিলেন তিনি। এবারের ফেরারির দাম কদিন আগে কেনা পোরশের প্রায় দ্বিগুণ।
ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী কালো রঙের এই ফেরারি কিনতে নেইমারের খরচ হয়েছে প্রায় ১৩ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা। বিলাসবহুল এই গাড়িটি এসইউভি (স্পোর্ট ইউটিলিটি ভেইকেল) মডেলের, যার অতিরিক্ত কিছু ফিচার এর মূল্য আরও বাড়িয়ে দিতে পারে বলে জানা গেছে।
ফেরারি কেনার জন্য শুধু টাকা থাকলেই অবশ্য হবে না, ইতালিয়ান এই অটোমোবাইল ব্র্যান্ডের কিছু নির্দিষ্ট শর্তও পূরণ করতে হবে। পাশাপাশি ৭২৫ হর্সপাওয়ার ইঞ্জিনের এই গাড়িটি কেনার জন্য দুই বছর অপেক্ষাও করতে হয়েছে নেইমারকে।
নতুন কেনা এ দুটি গাড়ি ছাড়াও নেইমারের সংগ্রহে আছে মার্সিডিস ক্লাস জি, (যার দাম ১ লাখ ৬৩ হাজার ডলার), বেন্টলি কন্টিনেন্টাল জিটি (দাম প্রায় ৩ লাখ ডলার), লাম্বোরগিনি হুরাকান এসটিও (দাম ৩ লাখ ৪৯ হাজার ডলার), অ্যাস্টন মার্টিন ডিবিএক্স (২ লাখ ৫৬ হাজার ডলার) এবং রেঞ্জ রোভার ফার্স্ট এডিশনসহ (১ লাখ ৬০ হাজার ডলার) আরও বেশ কিছু গাড়ি। নেইমারের গাড়ির এই বহরে এরপর কোনো ব্র্যান্ড আর মডেলটি যুক্ত হয়, সেদিকেই এখন চোখ থাকবে সবার।
চোট থেকে এখন সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, সান্তোসের হয়ে তাঁর মাঠে ফেরার খুব কাছাকাছি রয়েছেন নেইমার।
আগামী সপ্তাহে ক্লাব দি রেগাতাসের বিপক্ষে ম্যাচ (২২ মে) সামনে রেখে নেইমার সান্তোসের সঙ্গে মাসেইয়োতে যাবেন। ম্যাচটির যেকোনো এক অর্ধে তাঁর মাঠে নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে গ্লোবো স্পোর্ত। গত ১৮ এপ্রিল বাঁ উরুতে দ্বিতীয়বারের মতো চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েন নেইমার।