শেষ ষোলোর ১৬ দল ও ড্রয়ের খুঁটিনাটি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র আজ। সুইজারল্যান্ডের নিওনে নির্ধারিত হবে ২০২৩-২৪ মৌসুমে শেষ ষোলোতে কোন দল কোন দলের বিপক্ষে খেলবে। ড্র কখন হবে, কীভাবে দেখবেন, দ্বিতীয় রাউন্ডে ওঠা ১৬টি দল কারা, খেলা হবে কবে, ড্রয়ের নিয়মকানুনই বা কী—এ সব নিয়েই এই আয়োজন।

চ্যাম্পিয়নস লিগের ড্র আজএএফপি

কখন ও কোথায়

বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইজারল্যান্ডের নিওনে হবে ড্র।

দ্বিতীয় রাউন্ডের ১৬ দল

আট গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠেছে দ্বিতীয় রাউন্ডে।

গ্রুপ চ্যাম্পিয়ন

কীভাবে হবে ড্র

• দ্বিতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়নরা খেলবে গ্রুপ রানার্সআপদের বিপক্ষে।
• একই দেশ বা একই ফুটবল সংস্থার দুটি দল মুখোমুখি হবে না।
• গ্রুপ পর্বে একই গ্রুপে থাকা দুটি দল শেষ ষোলোতে মুখোমুখি হবে না।

চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
এএফপি

দ্বিতীয় রাউন্ডের খেলা কবে

• ফেব্রুয়ারির ১৩, ১৪, ২০ ও ২১ তারিখে প্রথম লেগ এবং মার্চের ৫, ৬, ১২, ১৩ তারিখে দ্বিতীয় লেগ।

ড্র কোথায় দেখবেন

সনি স্পোর্টস ২ টিভি চ্যানেলে ও উয়েফার ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে ড্র অনুষ্ঠান।

আরও পড়ুন