যেভাবে কিংবদন্তিকে বিদায় দিল বার্সেলোনা

দানি আলভেজের হাতে স্মারক জার্সি তুলে দিচ্ছেন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা ও অধিনায়ক সের্হিও বুসকেতস। জার্সির পিঠে লেখা ৪৩১, বার্সেলোনার হয়ে এতগুলো ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডারছবি: এএফপি
বিদায় পরিচিতা এই বিদায়ের সুর—কবীর সুমনের এ গান শোনার কথা নয় বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা, বার্সার খেলোয়াড় বা দানি আলভেজদের! কিন্তু বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে কাল বেজে উঠেছিল বিদায়ের সুর। ক্লাব কিংবদন্তি দানি আলভেজকে যে বিদায় সংবর্ধনা দিয়েছে বার্সেলোনা। বার্সেলোনার হয়ে ৪৩১ ম্যাচ খেলা আর ছোট–বড় মিলিয়ে ২৬টি শিরোপা জেতা আলভেজ গত মৌসুম শেষেই নাম লিখিয়েছেন মেক্সিকোর ক্লাব পিউমাস ইউএনএএমে। কাল তাঁর এ দলের সঙ্গে হোয়ান গাম্পার ট্রফির ম্যাচ খেলেছে বার্সা। সেই ম্যাচের আগে ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে বিদায় সংবর্ধনা দিয়েছে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি।
আলভেজকে একটি প্লাগও উপহার দিয়েছে বার্সেলোনা। ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা সেই প্লাগ তুলে দিচ্ছেন আলভেজের হাতে। আলভেজকে কানে কানে কী যেন বললেনও লাপোর্তা
হোয়ান লাপোর্তার থেকে পাওয়া প্লাগটি দুই হাতে উঁচিয়ে ধরে বার্সেলোনার সমর্থকদের দেখাচ্ছেন আলভেজ
আলভেজের দল পিউমাস ইউএনএএমকে হারিয়েই হোয়ান গাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা। শিরোপাজয় উদ্‌যাপন করতে গিয়ে আলভেজকেও সঙ্গী করলেন বার্সার অধিনায়ক সের্হিও বুসকেতস।
হোয়ান গাম্পার ট্রফি জয়ের পর সাবেক সতীর্থ দানি আলভেজকে নিয়ে বার্সেলোনার খেলোয়াড়দের উচ্ছ্বাস
দুই মেয়াদে বার্সেলোনায় নয়টি মৌসুম খেলেছেন আলভেজ। ২০০৮ সালে বার্সায় তাঁর শুরু থেকেই জেরার্দ পিকেকে পেয়েছেন সতীর্থ হিসেবে। বিদায়বেলায় আবেগে পুরোনো সতীর্থ পিকেকে জড়িয়ে ধরলেন আলভেজ