১০০০তম ম্যাচে ওয়েঙ্গারের মতো ৬–০ গোলে না হারায় খুশি ক্লপ

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপছবি : টুইটার

দল যখন দুঃসময়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে, তখনই নিজের ১০০০তম ম্যাচে ডাগআউটে দাঁড়ান লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ সেই ম্যাচে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। তবে ভিএআরের সাহায্য না পেলে চেলসির কাছে ম্যাচটিতে হেরেও যেতে পারত লিভারপুল। মাইলফলকের ম্যাচে হার এড়াতে পারায় স্বস্তির সুরই শোনা গেছে ক্লপের কণ্ঠে।

এ সময় বড় হার এড়ানো প্রসঙ্গে মজা করে আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারের প্রসঙ্গও টেনে এনেছেন ক্লপ। নিজের হাজারতম ম্যাচে ওয়েঙ্গার যে ৬-০ গোলের বড় হার দেখেছিলেন, সেটিও মনে করিয়ে দেন লিভারপুল কোচ।

আরও পড়ুন

অ্যানফিল্ডের ম্যাচটিতে মিডফিল্ডে দুর্বলতার কারণে ভুগেছে দুই দলই। তবে লিভারপুলের চেয়ে চেলসি এদিন কিছুটা এগিয়েই ছিল। ম্যাচের নিয়ন্ত্রণও চেলসির হাতে ছিল বেশি। দুই দলের খেলা তুলনা করে ক্লপ বলেছেন, ‘চেলসি যেভাবে নিজেদের খেলাটা খেলেছে, আমরা সেভাবে পারিনি।’

তবে ১০০০তম ম্যাচে না হারায় কিছুটা হাঁপ ছেড়েই যেন বেঁচেছেন ক্লপ। এ সময় ওয়েঙ্গারকে মনে করিয়ে দিয়ে মজা করে এই জার্মান কোচ বলেছেন, ‘সেই ম্যাচে (১০০০তম) ওয়েঙ্গার ৬-০ গোলে হেরেছিল। তাই আমি খুশি যে ফলটা ০-০ হয়েছে।’

লিভারপুল–চেলসি ম্যাচের একটি মুহূর্ত
ছবি: রয়টার্স

তবে এই ম্যাচে ড্র করেও বিপদ এড়াতে পারছে না লিভারপুল। ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে ‘অল রেড’রা। আর এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে চেলসি। খুব দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলা একরকম অনিশ্চিত হয়ে পড়বে।

আরও পড়ুন

প্রিমিয়ার লিগে লিভারপুল নিজেদের পরের ম্যাচ খেলবে ৪ ফেব্রুয়ারি উলভসের বিপক্ষে। একই দিন চেলসির প্রতিপক্ষ ফুলহাম।