বার্সেলোনাকে বিদায় করে শেষ ষোলোয় ইন্টার

জোড়া গোল করা জেকোকে ঘিরে সতীর্থদের উদ্‌যাপনছবি: এএফপি

সান সিরোর ম্যাচটা দেখবেন, বলেই রেখেছিলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। না দেখলেই পারতেন! ভাগ্য অন্যের হাতে সঁপে দেওয়ার পর বিদায় কার ভালো লাগে!

চ্যাম্পিয়নস লিগে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ৪ ম্যাচের মাত্র ১টি জিতে ভাগ্য অন্য দলের হাতে সঁপে দিয়েছিল বার্সেলোনা। তাই সান সিরোয় আজ ইন্টার মিলান-ভিক্তোরিয়া প্লজেন ম্যাচে তাকিয়ে ছিলেন জাভি। তাঁর প্রার্থনায় কাজ হয়নি।

ইন্টারের কাছে প্লজেন ৪-০ গোলে হেরে যাওয়ায় চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো বার্সাকে। টানা দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগে নেমে গেল জাভির দল। শুধু কী তাই, ইন্টারকে শেষ ষোলোয় উঠতে দেখার জ্বালা নিয়েই ক্যাম্প ন্যুতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সা।

ইন্টার-প্লজেন ম্যাচ পর্যন্ত টেবিলে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আগেই শেষ ষোলো নিশ্চিত করা বায়ার্ন। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার। ৪ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে বার্সার সংগ্রহ ৪ পয়েন্ট। ইন্টার যদি শেষ ম্যাচে হারেও এবং বার্সা শেষ দুই ম্যাচ জিতলেও হেড টু হেডে এগিয়ে থাকায় শেষ ষোলোয় উঠবে ইতালিয়ান ক্লাবটি। বার্সার বিপক্ষে নিজেদের মাঠে ১-০ গোলে জয়ের পর ক্যাম্প ন্যুতে ৩-৩ গোলে ড্র করে ইন্টার।

প্লজেনের বিপক্ষে জোড়া গোল করেন এডিন জেকো
ছবি: এএফপি

সান সিরোয় ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ইন্টার। বার্সার শেষ ষোলোয় ওঠার আশা তখনই ফিকে হতে শুরু করে। ৩৫ মিনিটে হেনরিখ মিখিতারিয়ানের গোলের ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এডিন জেকো। ৬৬ মিনিটে জেকোর দ্বিতীয় গোলে শেষ ষোলোর টিকিট প্রায় পেয়েই যায় ইন্টার। বদলি হয়ে নামা রোমেলু লুকাকু ৮৭ মিনিটে গোল করে সেই টিকিটটা যেন ‘নেরাজ্জুরি’ সমর্থকদের হাতে তুলে দেন!

ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে যেতে পারত ইন্টার। প্লজেন গোলকিপার জিনড্রিখ স্তানেক জোড়া সেভ করেন এ সময়। প্রথমে মিখিতারিয়ানের শট, তারপর ফেদেরিকোর হেড অবিশ্বাস্যভাবে রুখে দেন স্তানেক। ১০ মিনিট পরই আলেসান্দ্রো বাস্তোনির ক্রস থেকে গোল করেন মিখিতারিয়ান।

চ্যাম্পিয়নস লিগে এ মৌসুমে জয়শূন্য প্লজেন প্রথমার্ধে গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার ৩ মিনিট আগে ডিমার্কোর পাস পেয়ে বক্সের ভেতর থেকে সহজ শটে গোল করেন বসনিয়ান স্ট্রাইকার জেকো। বিরতির পর সেই বক্সের ভেতরেই লাওতারো মার্তিনেজের ক্রস থেকে জোড়া গোল তুলে নেন জেকো।

ক্যাম্প ন্যুতে বায়ার্নের মুখোমুখি হওয়ার আগে হতাশ বার্সা তারকা রবার্ট লেভানডফস্কি। বিদায় যে নিশ্চিত হয়েছে লড়াইয়ের আগেই
ছবি: এএফপি

প্লজেন ডিফেন্ডাররা ইন্টারের আক্রমণভাগের খেলোয়াড়দের বক্সে আসা-যাওয়া কোনোভাবেই ঠেকাতে পারেনি। ইনজুরি থেকে ফেরা লুকাকু ৮৩ মিনিটে মার্তিনেজের বদলি হয়ে নেমে এই সুযোগটাই নেন। হোয়াকিন কোরেয়ার থ্রু পাস ধরে গোল করে নিজের প্রত্যাবর্তন রাঙান বেলজিয়ান তারকা।

ইন্টার শেষ ষোলোয় ওঠায় নিজেদের গ্রুপে তৃতীয়স্থান নিশ্চিত করে ইউরোপা লিগে নেমে গেল বার্সা। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুম গ্রুপপর্ব পাড়ি দিতে ব্যর্থ হলো কাতালান ক্লাবটি। ২০০৪-০৫ থেকে ২০২০-২১ মৌসুমের মধ্যে টানা ১৭ বছর চ্যাম্পিয়নস লিগে অন্তত শেষ ষোলোর দেখা পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সা।