ডাকাতেরা অবামেয়াংকে মেরেছেও

বার্সেলোনা তারকা পিয়েরে এমেরিক অবামেয়াংছবি: টুইটার

ইংল্যান্ড ছেড়ে স্পেনে বসতি গেড়েছেন মাস ছয়েক আগে। এর মধ্যে আবারও তাঁর লন্ডনে ফিরে যাওয়ার কথা চলছে। যাবেন কি না, সেই সিদ্ধান্ত পরেই হয়তো নেবেন, তার আগে বার্সেলেনায় এক ভয়াবহ অভিজ্ঞতা হয়ে গেছে পিয়েরে–এমেরিক অবামেয়াংয়ের।

আজ সকালে ডাকাত দল হানা দিয়েছিল অবামেয়াংয়ের কাস্তেলদেফেলসের বাড়িতে। বার্সা স্ট্রাইকার ও তাঁর স্ত্রী এই সময় বাড়িতে ছিলেন। তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান অলংকার ও অর্থ লুট করে নিয়ে যায় ডাকাত দল। পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়ে অবামেয়াংয়ের স্ত্রী অ্যালিশা বেহাগি জানান, লোহার রড দিয়ে ভয় দেখানো ডাকাতেরা তাঁর স্বামীকে মেরেছেনও।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইস কাতালুনিয়া পুলিশের সূত্রে জানায়, মুখে কাপড় দিয়ে ঢেকে আসা ডাকাত দলটির মধ্যে ঘরে ঢুকেছিলেন ৪ জন। তাঁরা বাড়ির বাগানের অংশের দেয়াল টপকে ভেতরে ঢোকেন। ডাকাতি শেষে তাঁদের একটি সাদা রঙের অডি গাড়িতে করে পালিয়ে যেতে দেখেছেন বলে জানান কয়েকজন প্রত্যক্ষদর্শী। অবামেয়াংয়ের স্ত্রীর অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

স্পেনের কাতালুনিয়া প্রদেশে বার্সার ফুটবলারদের চুরি–ডাকাতির কবলে পড়ার ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। কিছুদিন আগে অনুশীলন মাঠে সমর্থকদের অটোগ্রাফ দেওয়ার সময় বার্সা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির ঘড়ি চুরি যায়। এর আগে গত বছর আনসু ফাতি ক্যাম্প ন্যুতে থাকা অবস্থায় তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় চোরেরা। ২০১৮ সালে জর্দি আলবার বাড়িতেও হানা দেয় ডাকাত দল।

ডাকাতের দল অবামেয়াংয়ের বাসার ভেতর ঢুকে তাঁর ওপর হামলা করেছে
ছবি: টুইটার

৩৩ বছর বয়সী অবামেয়াং ফ্রি ট্রান্সফারে আর্সেনাল থেকে বার্সেলোনায় আসেন এ বছরের ফেব্রুয়ারিতে। আর্সেনালের কোচ মিকেল আরতেতার সঙ্গে দ্বন্দ্বের পর এমিরেটসের ক্লাবটি ছাড়লেও আবারও প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা আছে তাঁর। ক্লাব পর্যায়ে ৩০০–এর বেশি গোল করা গ্যাবনিজ স্ট্রাইকারকে নিয়ে আগ্রহ দেখিয়েছে চেলসি।