৬ গোলের উৎসবে নকআউটে ম্যানচেস্টার সিটি

গোলের পর আর্লিং হলান্ডের উচ্ছ্বাস।এএফপি

২০২৪ সালের এএফসি চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী তারা। কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপে সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বিপক্ষে কঠিন বাস্তবতাই টের পেল আল–আইন। জুভেন্টাসের পর ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হল এশিয়ার দলটি।

আজ ‘জি’ গ্রুপের খেলা আল–আইনকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে সাবেক উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী ম্যানচেস্টার সিটি। এর আগে সংযুক্ত আরব আমিরাতের দলটি জুভেন্টাসের কাছে হেরেছিল ৫–০ গোলে।

ইংলিশ ক্লাব সিটি আল–আইনকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। সেই সঙ্গে জায়গা নিশ্চিত হয়েছে জুভেন্টাসেরও।

আজ সোমবার আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির হয়ে দুটি গোল করেন ইলকায় গুনদোয়ান। ৩৪ বছর বয়সী এই জার্মান মিডফিল্ডার ম্যাচের অষ্টম মিনিটে কর্নার থেকে শুরু হওয়া আক্রমণের এক পর্যায়ে বক্সের বাইরে বল পেয়ে চিপ করে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল দূরের পোস্ট দিয়ে জালে পাঠান।

ফ্রি কিক থেকে গোল করেছেন ক্লদিও এচেভেরি।
এএফপি

ম্যাচের ২৭ মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ক্লদিও এচেভেরি। ১৯ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড আজই প্রথম সিটির শুরুর একাদশে ছিলেন। আর সুযোগটি কাজে লাগিয়েছেন গোল করে। প্রথমার্ধের বিরতির আগে যোগ করা সময়ে সিটির স্কোরলাইন ৩–০ করেন আর্লিং হলান্ড।

পরে ম্যাচের দ্বিতীয়ার্ধেও তিনটি গোল করে ম্যানচেস্টার সিটি। এরমধ্যে ৭৩তম মিনিটে গুনদোয়ান, ৮৪তম মিনিটে অস্কার বব আর ৮৯তম মিনিটে রায়ান চেরকি গোল করেন।

দুটি গোল করেছেন ইলকায় গুনদোয়ান।
এএফপি

আল–আইনের বিপক্ষে ৬ গোল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ১০ ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ৩৩টি গোল করেছে সিটি, হজম করেছে মাত্র ২টি।

এবারের আসরে সিটি প্রথম ম্যাচে উইদাদকে হারিয়েছিল ২–০ গোলে। মরোক্কোর ক্লাবটি গতকাল রাতে জুভেন্টাসের কাছে হেরেছে ৪–১ গোলে।

সব মিলিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে ম্যানচেস্টার সিটি, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে জুভেন্টাস। আল–আইন ও উইদাদ দুই দলই প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। শেষ ষোলোয় জায়গা করেছে সিটি ও জুভেন্টাস। তবে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দুই ইউরোপীয় পরাশক্তি মুখোমুখি হবে ২৬ জুন।

আরও পড়ুন