ফুটবল মাঠের সেরা, পড়াশোনাতেও তুখোড়

রোমেলু লুকাকুছবি: টুইটার

একজন পেশাদার ফুটবলার মানেই ছোটবেলা থেকে বল আর মাঠের সঙ্গে সখ্য। প্রতিদিন নিয়ম মেনে অনুশীলন করো এবং বিশ্রাম নাও। স্বাভাবিক একাডেমিক পড়াশোনার সময় কোথায়।

‘খেলার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া’ কিংবা ‘পড়াশোনা শেষ করে ফুটবলার হওয়া’র দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। বেশির ভাগ ফুটবলারেরই অল্প বয়সে চুকে যায় সময় করে স্কুলে যাওয়া, কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাতায়াত, কিন্তু এর ব্যতিক্রমও আছে।

বিশ্ব ফুটবল মাতিয়েও একামেডিক পাঠ দিব্যি চালিয়ে গিয়েছেন অনেক বড় বড় ফুটবলারই। ফুটবল মাঠ মাতিয়েও যাঁরা পড়াশোনার টেবিলেও দিব্যি মনোযোগ দিয়েছেন, বড় বড় ডিগ্রি নিয়েছেন, এমন পাঁচ ফুটবলার সম্পর্কে জেনে নিন এখানে—

জর্জো কিয়েল্লিনি অর্থনীতি ও বাণিজ্য বিষয়ে স্নাতক
ছবি : টুইটার

জর্জো কিয়েল্লিনি
২০০৪ সালে শুরু করে এ বছরে এসে জাতীয় দলের জার্সিতে অবসর নিয়েছেন ইতালিয়ান এই ডিফেন্ডার। জুভেন্টাসে দীর্ঘ সময় কাটিয়ে এখন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে।

বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার বলা হয় তাঁকে। বিশ্বের বড় বড় ফরোয়ার্ডকে আটকে দিতে তাঁর জুড়ি নেই। মাঠের ব্যস্ততা থাকলেও পড়াশোনাতে কম যাননি। তুরিন বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে অর্থনীতি ও বাণিজ্যে স্নাতক শেষ করেছেন কিয়েল্লিনি। তিনি এখন স্বপ্ন দেখেন স্নাতকোত্তর পাসেরও।

বেলজিয়ান তারকা ভিনসেন্ট কম্পানি পিএইচডিও করেছেন
ফাইল ছবি, এএফপি

ভিনসেন্ট কোম্পানি
ম্যানচেস্টার সিটির জার্সিতে চারটি প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন বেলজিয়ামের এই সাবেক তারকা ফুটবলার। রক্ষণভাগ সামলানোর পাশাপাশি ব্যবসায় প্রশাসনেও নিজেকে যোগ্য করে তুলেছেন এই সেন্টারব্যাক।

অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জনের পর লন্ডন ইউনিভার্সিটি কলেজ থেকে একই বিষয়ে এমএ করেছেন তিনি। আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতির ওপর পড়াশোনাও চালিয়ে গেছেন তিনি।

করেছেন পিএইচডি। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও দিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতি নিয়ে গবেষণার জন্য।

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড স্কুল সমাপনী পরীক্ষায় দুর্দান্ত ফল করেছিলেন।
ছবি: টেলিগ্রাফ

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড
ইংলিশ ফুটবলের কিংবদন্তি তারকাই তিনি। ইংল্যান্ড তো বটেই, তাঁর সময়ে ইউরোপের অন্যতম সেরা মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। শুনলে অবাক হতে পারেন যে মাত্র ১৭ বছর বয়সে এসেক্সের ব্রেন্টউড স্কুল থেকে জিসিএসই (স্কুল সমাপনী) শেষ করেন তিনি।

সেই পরীক্ষায় দুর্দান্ত ফল ছিল তাঁর। পড়াশোনার পাশাপাশি বুদ্ধিমত্তাতেও অসাধারণ তিনি। তাঁর ‘আইকিউ’ লেভেল ১৫০! পৃথিবীতে মাত্র ০.৫ ভাগ মানুষেরই বুদ্ধিমত্তা এই পর্যায়ের।

আন্দ্রেস ইনিয়েস্তা
ভালো মানের একাডেমি থেকে একজন ফুটবলার অনেক কিছু নিয়েই উঠে আসেন। ফুটবল স্কিল তো থাকেই, সেই সঙ্গে যুক্ত হয় পড়াশোনাটাও। বার্সেলোনার লা মাসিয়া থেকে উঠে আসা আন্দ্রেস ইনিয়েস্তাও পড়াশোনায় নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন।

জীববিজ্ঞান ও ক্রীড়া বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন ইনিয়েস্তা
ছবি: এপি

তাঁর সময়ে বিশ্বের অন্যতম সেরা সৃষ্টিশীল মিডফিল্ডার ইনিয়েস্তা। বর্তমানে জাপানের ভিসেল কোবেতে খেলা ইনিয়েস্তা ২০০৯ সাল থেকে একই সঙ্গে জীববিজ্ঞান ও ক্রীড়াবিজ্ঞানে পড়াশোনা করেছেন।

জনসংযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আছে লুকাকুর
ছবি : রয়টার্স

রোমেলু লুকাকু
২০১০ সাল থেকে বেলজিয়াম জাতীয় দলের নিয়মিত মুখ লুকাকু। মাসখানেক আগেই চেলসি থেকে ধারে তাঁর পুরোনো ক্লাব ইন্টার মিলানে ফিরেছেন তিনি। পড়াশোনাতেও সমান মন তাঁর। জনসংযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আছে ২৯ বছর বয়সী এই স্ট্রাইকারের। পাঁচটি ভাষায় অনর্গল কথাও বলতে পারেন তিনি।