তহুরার ৭, সাগরিকার ৪, কাচারিপাড়ার জালে ১৭ গোল

জামালপুর কাচারিপাড়াকে গোলবন্যায় ভাসালেন তহুরা, সাগরিকা, প্রীতিরাছবি: বাফুফে

মেয়েদের লিগে সবচেয়ে দুর্বল দল জামালপুর কাচারিপাড়া ক্লাব। সেটি বোঝা গিয়েছিল লিগের দ্বিতীয় দিনই। সেদিন জাতীয় দলের খেলোয়াড় নিয়ে গড়া নাসরিন স্পোর্টস একাডেমি তাদের ১৯–০ গোলে হারিয়েছিল। সেই জামালপুর কাচারিপাড়াকে এবার ১৭–০ গোলে হারিয়েছে লিগের আরেক শক্তিশালী দল আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ স্পোর্টস ক্লাব।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ সন্ধ্যায় গোল–উৎসবে মেতেছিলেন তহুরা খাতুন, মোসাম্মৎ সাগরিকা, সুরভী আকন্দরা। আতাউর রহমান ভূঁইয়া দলের অধিনায়ক তহুরা একাই করেছেন ৭ গোল। ফেব্রুয়ারিতে সাফ অনূর্ধ্ব–১৯ নারী ফুটবলের সেরা খেলোয়াড় সাগরিকা ৪ গোল, মার্চে নেপালে সাফ অনূর্ধ্ব–১৬ ফুটবলে শিরোপাজয়ী বাংলাদেশ দলের সুরভী আকন্দ করেছেন জোড়া গোল। একটি করে গোল স্বপ্না রানী, কোহাতি কিসকু, সুরমা জান্নাত ও মুনকি আক্তারের।

তহুরা একাই করেছেন ৭ গোল
ছবি: বাফুফে

আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজের লিগের শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম ম্যাচেই নবাগত আর্মি স্পোর্টস ক্লাবের কাছে হেরে গিয়েছিল তারা। পরে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচটা ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতেছে ৬–০ গোলে। আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ স্পোর্টস ক্লাবের পয়েন্ট তিন ম্যাচে ছয়। কাচারিপাড়া তিন ম্যাচেই হেরে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।