সাইবার আক্রমণের শিকার বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইট—বাফুফের দাবি

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশেরছবি: ভিডিও থেকে নেওয়া

শনিবার রাত ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছিল বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের। হামজা-শমিতরা দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলবেন তাই টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। তবে কিছুক্ষণ পরেই ঝামেলা শুরু হয় টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিফাইয়ে (https://tickify.live)। বেশির ভাগ মানুষই টিকিট কিনতে ঢুকে ব্যর্থ হয়েছেন। নির্দিষ্ট একটি ধাপের পর আর এগোনো যায়নি। অনেকে আবার ওয়েবসাইটেই ঢুকতে পারেননি। ‘503 Service Temporarily Unavailable’—এমন বার্তাই পেয়েছেন তাঁরা।

এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের দাবি টিকিট বিক্রির ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছে।  টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট খুব শিগগিরই জানানো হবেও বলে লিখেছে তারা।

বাংলাদেশ দলের অনুশীলনে হামজা চৌধুরী
শামসুল হক
আরও পড়ুন

সাইবার ৭১ নামের একটি গ্রুপ বলছে তারা নিশ্চিত কোনো অসাধু চক্র টিকিফাইয়ের সার্ভার নিয়ন্ত্রণে নিয়েছে কালোবাজারে টিকিট বিক্রি করতে। গ্রুপটির ভাষ্য এই ওয়েবসাইটে এক সঙ্গে ৪ লক্ষ ইউজার ব্যবহার করতে পারেন। কিন্তু রাত ৮টার পরে ওয়েবসাইটে প্রবেশ করেছেন ১০ হাজারের মতো মানুষ। অসাধু চক্র কীভাবে সার্ভারের নিয়ন্ত্রণ নিয়েছে সেই ব্যাপারে সাইবার ৭১ লিখেছে, ‘আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি তা হলো—কিছু অসাধু চক্র সার্ভার নিয়ন্ত্রণে নিয়ে টিকিট কালোবাজারে বিক্রি করছে। আমরা কীভাবে বুঝলাম? সার্ভারে মোট টিকিট ছিল ২১,৭০০টি। ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে প্রায় ১৭,০০০ টিকিট। অথচ সার্ভারে প্রবেশ করেছে মাত্র ৯,৭৮১ জন। তাহলে অতিরিক্ত ৮,০০০ টিকিট কীভাবে বিক্রি হয়ে গেল’।

এ ব্যাপারে বাফুফেকে তদন্ত করার অনুরোধ করেছে সাইবার ৭১।

আরও পড়ুন