দলের সঙ্গে যোগ দিচ্ছেন ডাকাতির পর দেশে ফেরা স্টার্লিং

ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিংছবি: এএফপি

লন্ডনের বাড়িতে ডাকাতি হওয়ায় কাতার বিশ্বকাপ থেকে ইংল্যান্ডে ফেরা রাহিম স্টার্লিং আবারও দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। সে ম্যাচের আগের দিন আগামীকাল শুক্রবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এই ইংলিশ উইঙ্গারের।

গত শনিবার লন্ডনের বাসায় ডাকাতির পর ইংল্যান্ডে ফিরে যান স্টার্লিং। যে কারণে শেষ ষোলোতে সেনেগাল ম্যাচ মিস করেছেন ২৮ বছর বয়সী উইঙ্গার। ম্যাচটি ৩-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড।

স্টার্লিংয়ের মুখপাত্র জানিয়েছেন, মূলত তিন সন্তানের জন্যই দ্রুত কাতার ছাড়তে হয়েছে স্টার্লিংকে। গত শনিবার স্টার্লিংয়ের বাসায় ‘সশস্ত্র কিছু লোক’ ঢুকে পড়েছিল এবং সেই সময় তাঁর পরিবার বাসায় ছিল। কঠিন সময়ে পরিবারের কাছে থাকতেই বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরে যান স্টার্লিং।

আরও পড়ুন

স্টার্লিংয়ের বাড়িতে হামলার ঘটনাকে ডাকাতির চেষ্টা হিসেবেই দেখছে স্থানীয় পুলিশ। স্টার্লিংয়ের বাসায় হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

স্টার্লিংয়ের দল ছেড়ে যাওয়ার সময় কী কারণ দেখানো হয়েছিল, তা এখনো প্রকাশ করেনি এফএ। তবে তাঁর কাতার ছাড়ার ব্যাপারে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট বলেছিলেন, ‘পারিবারিক কারণে ওকে ইংল্যান্ড যেতে হচ্ছে। এ মুহূর্তে সেখানে থাকা পরিবারের সমস্যার সমাধান দরকার। ওর চলে যাওয়ার ঘটনা পরে দল নির্বাচনে প্রভাব ফেলবে না। ব্যক্তিগত বিষয়াদির প্রতি সম্মান রাখতে চাই বলে এ বিষয়ে বেশি কিছু বলতেও চাই না।’