ভালো না খেলেও ৩ পয়েন্ট: বার্সা কোচ

হেতাফের বিপক্ষে গোল পাননি উসমান দেম্বেলেএএফপি

লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। কাল রাতে ক্যাম্প ন্যুতে হেতাফেকে ১–০ ব্যবধানে হারায় জাভি হার্নান্দেজের দল। এ জয়ে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

পয়েন্ট তালিকার ১৬ নম্বরে থাকা হেতাফের বিপক্ষে বার্সার জয়টি আয়েশে আসেনি। রবাট লেভানডফস্কিবিহীন এই ম্যাচে আক্রমণভাগ সামলেছেন উসমান দেম্বেলে, আনসু ফাতি ও রাফিনিয়ারা। জয়সূচক গোলটি অবশ্য পেদ্রির।

ম্যাচের ৩৪তম মিনিটে রাফিনিয়ার বাড়ানো বল ফাঁকা জালে পাঠিয়ে বার্সাকে এগিয়ে দেন স্প্যানিশ এই মিডফিল্ডার। চলতি লা লিগায় এটি পেদ্রির চতুর্থ গোল, সব মিলিয়ে পঞ্চম।

পেদ্রির গোলটির আগে ও পরে একাধিক সুযোগ নষ্ট করেন ফাতি। দেম্বেলে বল পায়ে খেলেছেন ভালো, তবে গোলমুখে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। মোটের ওপর দাপুটে ফুটবল যাকে বলে, সেটিই বার্সা এদিন খেলতে পারেনি। ম্যাচ শেষে কারণ হিসেবে মানসিক ক্লান্তির কথা বলেছেন বার্সেলোনা কোচ।

বার্সাকে জয় এনে দেওয়া গোলটি করেন পেদ্রি
এএফপি

গত সপ্তাহে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলেছিল বার্সেলোনা। রিয়ালকে হারিয়ে শিরোপা জয়ের পর দেশে ফিরেই ছুটতে হয়েছিল উত্তর আফ্রিকার সীমান্তবর্তী স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা। সেখানে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচ খেলার দুই দিন পরই আবার লা লিগা।

ম্যাচ শেষে এ বিষয়ই উঠে এসেছে জাভির কথায়, ‘সুপারকাপ থেকে শুরু হওয়া মানসিক ক্লান্তির ব্যাপার ছিল। তবে ভালো না খেলেও ৩ পয়েন্ট পেয়েছি।’

ক্যাম্প ন্যুতে জয় পাওয়াতেই খুশি জাভি
এএফপি

ভালো না খেলার বিষয়ে বার্সেলোনা কোচ বলেন, ‘আমরা ঠিকমতো ম্যাচের ভেতরে ছিলাম না। ভালো আক্রমণ করতে পারিনি। তবে প্রতিপক্ষ যে ধরনের জমাট রক্ষণ নিয়ে খেলেছে, তাতে আক্রমণ করে খেলাও সহজ নয়। ভালো ব্যাপার হচ্ছে, আমরা গুরুত্বপূর্ণ একটা জয় পেয়েছি। জাল অক্ষত রাখতে পেরেছি। তবে উন্নতি দরকার।’