মাইলফলক গোল আর জয়ের পর বাজে অঙ্গভঙ্গির জন্য সমালোচিত রোনালদো

আল নাসরকে এগিয়ে দেওয়া গোলের পর রোনালদোর উচ্ছ্বাসএএফপি

রেকর্ড বা মাইলফলক স্পর্শ করা—এ যেন ক্রিস্টিয়ানো রোনালদোর নিত্যদিনের সঙ্গী। তিনি মাঠে নামলেই গোল করবেন আর সেই গোলে হয় কোনো রেকর্ড হবে, নয়তো স্পর্শ করবেন কোনো মাইলফলক। কাল রাতেও ঘটেছে এমন ঘটনা।

সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে রোনালদোর দল আল নাসর। প্রতিপক্ষের মাঠে পাওয়া এই জয়ে দলের প্রথম গোলটি করেছেন রোনালদো, যে গোলে একটি মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ তারকা। ক্লাব ফুটবলে এটি ছিল তাঁর ৭৫০তম গোল।

আরও পড়ুন

আল শাবাবের বিপক্ষে আল নাসর গোলের প্রথম কার্যকর সুযোগটি পায় ২১ মিনিটে। রেফারি আল নাসরের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। আল শাবাবের খেলোয়াড়েরা রেফারির এই সিদ্ধান্তে প্রতিবাদ জানায়। পরে ভিএআর দেখেও রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখেন। টিভি রিপ্লেতে দেখা যায়, আল শাবাবের ইগাও সান্তোস ঠিকই বল হাত দিয়ে থামিয়েছেন।

পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোল শোধ করে দেয় শাবাব। ৪৬ মিনিটেই অবশ্য নাসরকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিসকা। ৬৭ মিনিটে শাবাব আবার সমতায় ফেরার পর ৮৬ মিনিটে তালিসকার দ্বিতীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

আরও পড়ুন

ম্যাচ শেষে আল শাবাবের সমর্থকেরা রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেয়। এটা মেনে নিতে পারেননি রোনালদো। তিনি প্রথমে কানের পেছনে হাত নিয়ে সেই স্লোগান শুনছেন, এমন ভঙ্গি করেন। পরে আল শাবাবের সমর্থকদের উদ্দেশ্য করে বাজে অঙ্গভঙ্গি করেন। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন আল নাসরের পর্তুগিজ তারকা।

রোনালদোর এই অঙ্গভঙ্গি অবশ্য টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েনি। এরপরও তাঁর শাস্তি হওয়া উচিত বলে মনে করেন সৌদি আরবের ফুটবল-সংশ্লিষ্ট ব্যক্তিরা। সৌদি আরবের জনপ্রিয় এক লেখক ও টিভি উপস্থাপক ওয়ালিদ আল ফারাজ এক্সে লিখেছেন, ‘ডিসিপ্লিনারি কমিটি বড় এক পরীক্ষাতেই পড়তে যাচ্ছে। আমরা অপেক্ষা করব এবং দেখব। তুমি যত বিখ্যাতই হও না কেন, সবকিছুরই সীমা আছে। বড় লিগগুলোতে এমনটাই দেখি আমরা।’

আরও পড়ুন