সেমিফাইনালে ওঠার লড়াই শুরু আজ

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস চলছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলপ্রথম আলো

চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা অঞ্চলের খেলা শেষ হয়েছে আগেই। মঙ্গলবার শেষ হয়েছে ঢাকা অঞ্চলের খেলাও। চার অঞ্চলের আট গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে আটটি দল। এই আট দলের দুটি বিদায় নেবে আজ। দুটি উঠে যাবে সেমিফাইনালে। তাদের হাতছানি দেবে ৯ ডিসেম্বরের ফাইনাল।

ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের চূড়ান্ত পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হচ্ছে আজ। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস মাঠে সকাল ১০টায় প্রথম ম্যাচেই মাঠে নামছে ড্যাফেডিল। যাদের একরকম স্বাগতিকও বলা যায়। প্রতিপক্ষ গতবারও প্রথম কোয়ার্টার ফাইনালে খেলা কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গতবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে যোগ করা সময়ে গোল খেয়ে বিদায় নিয়েছিল সিসিএন।

নকআউটভিত্তিক টুর্নামেন্টটা গত আসরে হরিষে বিষাদ হয়ে ধরা দিয়েছিল ড্যাফোডিলের কাছে। নিজেদের ক্যাম্পাসে তারা শেষ আটে যেতে পারেনি। এবার ড্যাফোডিলের আশা চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্য পূরণে গ্রুপের তিনটি ম্যাচই তারা জিতেছে। যদিও মঙ্গলবার গ্রুপ ফাইনালটা জিততে ঘাম ঝরেছে ড্যাফোডিলের। তবে জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়াসহ প্রিমিয়ার লিগের আরও কয়েকজন ফুটবলারসমৃদ্ধ ড্যাফোডিলের বিশ্বাস, সিসিএন তাদের সামনে বাধা হতে পারবে না।

কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রথম আলো

বেলা দুইটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) মুখোমুখি হবে চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়। গত আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির বিপক্ষে এআইইউবির জয়ের ব্যবধান ছিল বিশাল, ৮-১।  আগস্টে নেপালে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশের সদস্য ও ঢাকা মোহামেডানে তরুণ ফরোয়ার্ড মইনুল ইসলাম খানসহ প্রিমিয়ার লিগের কয়েকজন খেলছেন দলটিতে। তাঁদের নিয়ে এআইইউবি এবারও সেমিফাইনালের বড় দাবিদার।

আরও পড়ুন

সেমির দৌড়ে ফারইস্ট, এআইইউবি এগিয়ে থাকলেও চট্টগ্রাম ও কুমিল্লার দল দুটিও ছেড়ে কথা বলবে না। চূড়ান্ত পর্বের জন্য বেশ কয়েক দিন প্রস্তুতির সময় পেয়েছে ঢাকার বাইরের দলগুলো। গ্রুপ পর্বে তাদের খেলাও মন কেড়েছে সমর্থকদের। শেষ আটে ওঠা ঢাকার বাইরের চারটি দলই উঠেছে ড্যাফোডিলের ক্যাম্পাসের হোস্টেলে। চার দলই এখান থেকে ফিরতে চায় জয়ের সুখস্মৃতি সঙ্গী করে।

আরও পড়ুন