২২ শটের টাইব্রেকারের পর ভারতের কাছে টসে হার বাংলাদেশের

এবারের নারী অনূর্ধ্ব–১৯ সাফের শিরোপা নির্ধারণ হয়েছে টসেপ্রথম আলো

নারী অনূর্ধ্ব–১৯ সাফের ফাইনালে রোমাঞ্চকর এক লড়াইয়ে ভারতের কাছে টসে হেরেছে বাংলাদেশ। এই হারের পর জয়ের উল্লাস শুরু করে ভারত। যদিও টসের সিদ্ধান্তটি পরে প্রত্যাহার করা হয়।

এর আগে ম্যাচের নব্বই মিনিটের খেলা ১–১ সমতায় শেষ হয়। ৮ মিনিটে গোল হজম করা বাংলাদেশ শেষ মুহূর্তে সাগরিকার গোলে সমতা ফেরে। টুর্নামেন্টে অতিরিক্ত সময়ের নিয়ম না থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। যে টাইব্রেকারে দুই দলের ১১ করে ২২ খেলোয়াড়ের সবাই বল জালে জড়ান।

এরপর টস করেন রেফারি। সেখানে হেরে গেছে বাংলাদেশ।

সিদ্ধান্ত পরিবর্তন

রোমাঞ্চকর এক লড়াইয়ের শেষটা হলো মহানাটকীয়। আজ নারী অনূর্ধ্ব–১৯ সাফের ফাইনালে ভারতের বিপক্ষে ৯০ মিনিটের খেলা ১–১ সমতায় শেষ করে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ২২ শটের টাইব্রেকার ১১–১১ সমতায় থাকার পর টসের মাধ্যমে ভারতকে জয়ী ঘোষণা করেন রেফারি।

বাংলাদেশ দল অবশ্য এই সিদ্ধান্ত না মেনে প্রতিবাদ জানায়। তারা দেনদরবার শুরু করে ম্যাচ কমিশনারের সঙ্গে। একপর্যায়ে ভারত দল মাঠ ছেড়ে যায়। পরে ম্যাচ কমিশনার জানান, টসের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। যার মানে, ভারতের ফাইনাল জয়ের সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দল মাঠেই ছিল। কিন্তু ভারত দল আর মাঠে আসেনি।