ব্রাজিলের কোচ হচ্ছেন দরিভাল

দরিভাল জুনিয়রএএফপি

প্রায় ১৩ মাস অস্থায়ী কোচ দিয়ে চলেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। সর্বশেষ গত শুক্রবার ফার্নান্দো দিনিজকে ছাঁটাইয়ের পর আবারও কোচশূন্য হয়ে পড়ে ব্রাজিল।

তবে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি ওই দিনই জানিয়েছিল, অবশেষে স্থায়ী কোচ নিয়োগ দিতে চলেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটির পছন্দের তালিকার শুরুতেই আছেন দরিভাল জুনিয়র।

আজ ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ও জানিয়ে দিল, দরিভালই নেইমার–ভিনিসিয়ুসদের নতুন কোচ হতে চলেছেন। সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ নিজেই দরিভালের সঙ্গে যোগাযোগ করেছিলেন। দুই পক্ষের আলোচনাও বেশ ফলপ্রসূ হয়েছে। সব ঠিক থাকলে বুধবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

৬১ বছর বয়সী দরিভাল বর্তমানে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচের দায়িত্বে আছেন। ক্লাবটির সঙ্গে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে তাঁর। তবে ব্রাজিলের ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টিএনটি স্পোর্টস বলছে, আগামীকাল সোমবারের মধ্যেই সাও পাওলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করবেন দরিভাল। সাও পাওলো কর্তৃপক্ষ নাকি নতুন কোচ খুঁজতে এরই মধ্যে বৈঠকেও বসেছে।

আরও পড়ুন

দরিভাল ফুটবল পরিবার থেকেই উঠে এসেছেন। তাঁর চাচা দুদু ১৯৬৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলে খেলেছেন। দরিভালের কোচিং ক্যারিয়ারও অভিজ্ঞতায় টইটম্বুর। ২২ বছরে সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো, পালমেইরাসসহ ব্রাজিলের প্রায় সব শীর্ষ ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন। দেশের ফুটবলের দুঃসময়ে এবার জাতীয় দলের হাল ধরছেন।