কাসেমিরো কি তাহলে রিয়াল ছেড়ে ইউনাইটেডে যাচ্ছেন

রিয়াল মাদ্রিদ তারকা কাসেমিরোছবি: টুইটার

রিয়াল মাদ্রিদে সম্ভবত শেষ কয়েক ঘণ্টা কাটিয়ে নিচ্ছেন কাসেমিরো।

ব্রাজিলিয়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডারের রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। কিন্তু বিষয়টি এখন আর গুঞ্জনের পর্যায়ে নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, কাসেমিরোকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি রয়েছে ইউনাইটেড। এখন নাকি শুধু স্বাস্থ্য পরীক্ষাই বাকি আছে।

দলবদল নিয়ে নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো টুইটে জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষা ও ভিসা প্রক্রিয়াকরণ নিয়ে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। ইউনাইটেড কাসেমিরোকে চার বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। এর বাইরে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। একই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’।

আরও পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেড বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায় রিয়াল ও কাসেমিরোকে। প্রস্তাবটি মনঃপূত হওয়ায় রিয়াল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে এ নিয়ে কথা বলেন ৩০ বছর বয়সী এই তারকা। আনচেলত্তি বরাবরই তাঁকে ধরে রাখতে আগ্রহী হলেও কাসেমিরো ইউনাইটেডে যোগ দিতে চান।

এর আগে ইংল্যান্ডের লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন রিয়ালের হয়ে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ ও তিনবার লা লিগা জয়ী এই তারকা। গার্ডিয়ান ও স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড কাসেমিরোর জন্য ৬ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়ালকে। অ্যাড-অনস—বিভিন্ন শর্ত— নিয়ে দুই পক্ষ সম্মত হলে আরও ১ কোটি ইউরো পেতে পারে রিয়াল।

অর্থাৎ, কাসেমিরোর দলবদলের অঙ্কটা দাঁড়াতে ৭ কোটি ইউরো। রিয়ালের এই প্রস্তাবে রাজি হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে গার্ডিয়ান। মার্কা তো প্রতিবেদনই করেছে, কাসেমিরোকে ছাড়া পরবর্তী দিনগুলো নিয়ে ভাবছে রিয়াল।

আরও পড়ুন

মাঝমাঠে শক্তি বাড়াতে খেলোয়াড় খুঁজছেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে উড়িয়ে আনতে ব্যর্থ হওয়ার পর কাসেমিরোর প্রতি নজর পড়ে ইউনাইটেডের। ইংল্যান্ডের ক্লাবটির পরিচালক জন মার্টাফ সরাসরি সম্ভাব্য এই চুক্তি নিয়ে কাজ করছেন।

২০১৩ সালে সাও পাওলো থেকে রিয়ালে যোগ দেন কাসেমিরো। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তি শেষ হবে ২০২৫ সালে। কাসেমিরোর পজিশনে অরেলিয়াঁ চুয়ামেনি ও এদুয়ার্দো কামাভিঙ্গার মতো তরুণ খেলোয়াড় আছে রিয়ালের। এ ছাড়াও নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেজকেও নিয়ে আসতে চায় রিয়াল। কিন্তু আপাতত খবর হলো, নিউক্যাসল জানিয়েছে দিয়েছে ব্রুনো গিমারেজ বিক্রির জন্য নয়।

রিয়ালে মৌসুম প্রতি প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো পারিশ্রমিক পান কাসেমিরো। মার্কা জানিয়েছে, ইউনাইটেড তাঁকে এর চেয়েও বেশি বেতনে দলে ভেড়াতে চায়। তবে বেতনের অঙ্কটা ঠিক কত, সেটি এখনো জানা যায়নি। মজার বিষয়, ইউনাইটেড কিন্তু কাসেমিরোকে কেনার প্রস্তাবটা সরাসরি রিয়ালকে দেয়নি। যেহেতু কাসেমিরো নিজেই আগ্রহী, তাই তাঁকেই প্রথমে প্রস্তাবটি দেয় ইউনাইটেড। কয়েক বছর আগে লুকা মদরিচকে কেনার চেষ্টার সরাসরি রিয়ালকে প্রস্তাব পাঠিয়ে ব্যর্থ হয় ইন্টার মিলান। ইউনাইটেড সম্ভবত সেই ভুল থেকেই শিক্ষা নিয়েছে।

আরও পড়ুন

মার্কা জানিয়েছে, আনচেলত্তি এখনো কাসেমিরোকে ধরে রাখার চেষ্টায় হাল ছাড়ছেন না। যদিও একই প্রতিবেদনে জানানো হয়, তিন দিন ধরে ভাবনা-চিন্তার পর ইউনাইটেডকে সবুজ সংকেত দিয়েছেন কাসেমিরো।

এদিকে রিয়ালের বেশির ভাগ সমর্থক কাসেমিরোকে সান্তিয়াগো বার্নাব্যুতেই দেখতে চান। এ নিয়ে অনলাইনে ভোটাভুটির আয়োজন করেছিল মার্কা। ৬৩ শতাংশ ভোট কাসেমিরোকে রিয়ালে দেখার পক্ষে। ৩৭ শতাংশ সমর্থক মনে করেন, কামাভিঙ্গা ও চুয়ামেনিকে দিয়ে কাসেমিরোর শূন্যতা পূরণ করা যাবে।