খেলা দেখার মুহূর্ত শেয়ার করে জিতুন আকর্ষণীয় পুরস্কার
বাংলাদেশ দল হয়তো নেই, কিন্তু ফুটবল বিশ্বকাপ আমাদেরও। এই বিশ্বকাপ নিয়ে ঘরে-বাইরে চলছে উন্মাদনা। চলছে পরিবার-স্বজনদের নিয়ে একসঙ্গে ফুটবল ম্যাচ দেখার আয়োজন। সেই উপলক্ষকে আরও আনন্দময় করার সুযোগ করে দিল সিলন ফ্যামিলি ব্লেন্ড চা। খেলা দেখার মুহূর্ত ক্যামেরাবন্দী করে জিতে নিতে পারেন স্মার্ট টিভি, স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার।
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রথম আলো ডটকম ও সিলন ফ্যামিলি ব্লেন্ড চা যৌথভাবে করেছে বিশেষ আয়োজন ‘সিলন বিশ্বকাপ ফ্যামিলি মোমেন্ট’।
খেলা চলাকালীন পরিবার বা বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল দেখার উন্মাদনা, উত্তেজনা, আবেগ বা আনন্দময় মুহূর্তটির ছবি বা শর্ট ভিডিও পাঠাতে পারেন। ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিনের সেরা ছবি বা ভিডিওর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
এ ছাড়া প্রতিদিনের সেরা ছবি বা ভিডিওগুলোর মধ্য থেকে পাঠক ভোটের মাধ্যমে বিজয়ী তিনজন মেগা পুরস্কার হিসেবে পাবেন একটি স্মার্ট টিভি ও দুটি স্মার্টফোন।
‘সিলন বিশ্বকাপ ফ্যামিলি মোমেন্ট’ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম
• আপনার বন্ধু/পরিবারের সঙ্গে বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগের মুহূর্তটি (ছবি/ভিডিও) পাঠাতে হবে।
• ছবি/ভিডিওতে অবশ্যই চায়ের কাপ থাকতে হবে।
• ছবি/ভিডিওটি হতে হবে আড়াআড়ি (ল্যান্ডস্কেপ)।
• ছবি বা ভিডিওর ক্ষেত্রে ফাইল সাইজ হতে হবে সর্বোচ্চ ১০ মেগাবাইট।
• ভিডিওর ক্ষেত্রে দৈর্ঘ্য হতে হবে সর্বোচ্চ ১০ সেকেন্ড।
• ছবি/ভিডিও পাঠানোর সময় অবশ্যই নিজের নাম, ফোন নম্বর এবং ই-মেইল অ্যাড্রেস দিতে হবে।
ছবি বা শর্ট ভিডিও পাঠানোর জন্য ভিজিট করুন seylonfamilymoment.pro. অথবা মেইল করুন [email protected]এ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে ২১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।