শেষ মিনিটের গোলে ইউনাইটেডকে হারাল আর্সেনাল

আর্সেনালের জয়ের নায়ক এনকেতিয়া। করেছেন জোড়া গোলছবি: রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্সেনাল। শুরুতে পিছিয়ে পড়েও নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে লিগ টেবিলের শীর্ষস্থানটা ধরে রাখল তারা।

আরও পড়ুন

খেলার ১৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এমিরেটস স্টেডিয়ামের স্তব্ধতা কাটিয়ে আর্সেনালকে ২৪ মিনিটের মাথায় সমতায় ফেরান এডি এনকেতিয়া। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে বুকায়ো সাকার বাঁ পায়ের দুর্দান্ত এক গোল আর্সেনালকে ২-১ গোলে এগিয়ে দিলেও ৫৯ মিনিটেই ম্যানচেস্টার ইউনাইটেড স্কোরলাইন ২-২ করে ফেলেছিল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্তিনেজের হেডের গোলে। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একেবারে শেষ মিনিটে ইউনাইটেড রক্ষণকে বোকা বানিয়ে আর্সেনালকে ৩-২ গোলে এগিয়ে দেন ওই এনকেতিয়াই।

রাশফোর্ড এগিয়ে দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডকে
ছবি: রয়টার্স

ম্যানচেস্টার ইউনাইটেড আজ হলুদ কার্ডের খড়্গে খেলতে না পারা ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর জায়গায় নামিয়েছিল স্কট ম্যাকটমিনেকে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে লিগে নিজের পঞ্চম হলুদ কার্ডটি দেখেছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। নেমেছিলেন ধারে দলে আনা ডাচ ফরোয়ার্ড ওট ভেগহর্স্ট।

বুকায়ো সাকার পা থেকে এসেছে আর্সেনালের অন্য গোলটি
ছবি: রয়টার্স

দিনের আগের ম্যাচেই আর্লিং হলান্ডের চতুর্থ হ্যাটট্রিকে উলভসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পর আর্সেনালের পয়েন্ট এখন ১৯ ম্যাচে ৫০। অন্যদিকে একটি ম্যাচ বেশি খেলে সিটি ৪৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইউনাইটেড আছে তৃতীয় স্থানে। ম্যানচেস্টার ইউনাইটেডেরও ২০ ম্যাচে পয়েন্ট ৩৯। যদিও গোলগড়ে তাদের অবস্থান চতুর্থ।