বেলিংহামকে কতদিন পাবে না রিয়াল মাদ্রিদ, তাঁকে ছাড়া খেলতে হবে কোন ম্যাচগুলো
২২ বছর বয়সী বেলিংহাম তাঁর বাঁ কাঁধের পুরোনো সমস্যার জন্য ছুরি-কাঁচির নিচে গেছেন। সফল অস্ত্রোপচার হলেও এখন তাঁকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
নতুন মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য দুঃসংবাদ! তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম কাঁধের অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে চলে গেছেন। ফলে ২০২৫-২৬ মৌসুমের শুরুর দিকে তাঁকে দলে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। নিঃসন্দেহে রিয়ালের জন্য এটি বড় ধাক্কা।
২২ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার তাঁর বাঁ কাঁধের পুরোনো সমস্যার জন্য ছুরি-কাঁচির নিচে গেছেন। সফল অস্ত্রোপচার হলেও এখন তাঁকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ১০ থেকে ১২ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। ধারণা করা হচ্ছে, অক্টোবরের শুরু বা মাঝামাঝিতে হয়তো মাঠে ফিরবেন বেলিংহাম।
নতুন কোচ জাভি আলোনসোর অধীনে এটি হবে রিয়াল মাদ্রিদের প্রথম মৌসুম। আর শুরুর এই সময়েই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়াটা আলোনসোর জন্যও বড় চ্যালেঞ্জ।
সম্প্রতি প্রকাশ করা হয়েছে লা লিগার ২০২৫-২৬ মৌসুমের সূচি। যদি বেলিংহামকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়, তবে তিনি আগামী ৮ অক্টোবর রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে ফিরতে পারবেন। এর মানে হলো, লা লিগায় তিনি আটটি ম্যাচ মিস করবেন। তবে রিয়াল সমর্থকদের জন্য আশার কথা হলো, অক্টোবরের শেষ দিকে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগেই হয়তো দলের সঙ্গে যোগ দিতে পারবেন বেলিংহাম।
লা লিগায় বেলিংহাম কোন ম্যাচগুলো মিস করতে চলেছেন:
চ্যাম্পিয়নস লিগে কয়টা ম্যাচ খেলতে পারবেন না বেলিংহাম
নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে কোন দলের প্রতিপক্ষ কারা, সেটা এখনো ঠিক হয়নি। তবে এটা প্রায় নিশ্চিত যে, বেলিংহাম রিয়ালের প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না। রিয়াল মাদ্রিদ তাদের ইউরোপিয়ান অভিযান শুরু করবে সেপ্টেম্বরের মাঝামাঝি। এরপর তাদের দ্বিতীয় ম্যাচটি হবে ৩০ সেপ্টেম্বর বা ১ অক্টোবরে। আশা করা যায়, ২১-২২ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে দলের তৃতীয় ম্যাচে তিনি মাঠে ফিরতে পারবেন।
কোপা দেল রে ও সুপার কোপাতে কি ম্যাচ মিস করবেন
এই দুই টুর্নামেন্টের ম্যাচগুলো শুরুই হবে ২০২৬ জানুয়ারি থেকে। ফলে এই দুটি প্রতিযোগিতায় কোনো ম্যাচ মিস করার শঙ্কা আপাতত নেই বেলিংহামের।