ব্রাজিলকে হটিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠবে আর্জেন্টিনা

কুৃরাসাওয়ের বিপক্ষে জয়ের পর বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি হাতে সতীর্থদের সঙ্গে মেসিছবি: এএফপি

আর্জেন্টাইন ফুটবলে গত চার মাস যেমন কাটছে, এমন সময় তারা শেষ পেয়েছিল কবে? এ নিয়ে গবেষণা হতে পারে।

কাতারে গত ১৮ ডিসেম্বর ৩৬ বছরের অপেক্ষা কাটিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সেরা খেলোয়াড় হন আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। মাঝে ফিফা ‘বেস্ট’ পুরস্কারে চলেছে আর্জেন্টিনার আধিপত্য। বিশ্বকাপ জয়ের পর প্রীতি ম্যাচে এ মাসে প্রথম মাঠে নেমেছে আর্জেন্টিনা। পানামাকে ২-০ গোলে হারানোর পর কুরাসাওকে আজ বাংলাদেশ সময় ভোরে বিধ্বস্ত করেছে ৭-০ গোলে

আরও পড়ুন

আগের ম্যাচে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮০০ গোলের মাইলফলকের দেখা পেয়েছিলেন মেসি। আর আজকের ম্যাচে পেয়েছেন আর্জেন্টিনার জার্সিতে ১০০তম গোলের মাইলফলকের দেখা। পরে তা টপকেও যান দুর্দান্ত হ্যাটট্রিকে। আর এই মাইলফলকের দেখা তিনি পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ১০০ দিন পর। সব মিলিয়ে আর্জেন্টাইন সমর্থকদের উৎসবের পালা যেন শেষই হচ্ছে না!

তবু মনের মধ্যে কিছু নিয়ে খচখচ যদি থেকে থাকে, সেটা র‍্যাঙ্কিং। বিশ্বকাপেরই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এখনো র‍্যাঙ্কিংয়ের শীর্ষে, সেটা গত রোববার মরক্কোর কাছে হারের পরও। ওদিকে আর্জেন্টিনা দল বিশ্বকাপ জিতে পরের দুটি প্রীতি ম্যাচে কোনো গোল হজম না করে উল্টো মোট ৯ গোল দিয়ে র‍্যাঙ্কিংয়ের দুইয়ে! আর্জেন্টিনার সমর্থকদের এটা মেনে নেওয়া কষ্টের।

তবে সুখবর আছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, এপ্রিলের শুরুতে ফিফার পরবর্তী হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলকে হটিয়ে শীর্ষ স্থান দখল করবে আর্জেন্টিনা। ফিফার র‍্যাঙ্কিংয়ে স্কোরিং সিস্টেম বেশ জটিল। অতীত পারফরম্যান্স, র‍্যাঙ্কিংয়ে অবস্থান, বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি আরও কিছু বিষয় বিবেচনা করা হয়। ক্লারিন জানিয়েছে, এ হিসাবে মরক্কোর কাছে ২-১ গোলের হারে র‍্যাঙ্কিংয়ে ৬.৫ পয়েন্ট হারিয়েছে ব্রাজিল।

আরও পড়ুন
আরও পড়ুন

বর্তমানে ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল ১৮৩৪.২ পয়েন্ট নিয়ে ফিফার পরবর্তী র‍্যাঙ্কিং তালিকায় তিনে নেমে যাবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ১৮৩৮.৩৮ পয়েন্ট নিয়ে এখন র‍্যাঙ্কিংয়ের দুইয়ে আর্জেন্টিনা। পানামার বিপক্ষে ২-০ গোলের জয়ে আর্জেন্টিনা পেয়েছে ১.৫২ পয়েন্ট, এরপর কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোলের জয়ে পেয়েছে আরও ১.০৪ পয়েন্ট। সব মিলিয়ে ফিফার পরবর্তী র‍্যাঙ্কিংয়ে মোট ১৮৪০.৯৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে উঠবে বলে জানিয়েছে ক্লারিন।

দুইয়ে উঠে আসবে ফ্রান্স। ইউরো বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। এখন ১৮২৩.৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় ফ্রান্স পরবর্তী হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে মোট ১৮৩৮.৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে আসবে।

ছেলেদের ফুটবলে ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা সর্বশেষ শীর্ষ স্থানে ছিল ২০১৬ সালে। তখন আর্জেন্টিনা দলের কোচ ছিলেন এদগার্দো বাউজা। সে বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন তিনি। ১৫ ম্যাচের মধ্যে ১০টি জিতেছিলেন বাউজা।