লোরিয়াঁর বিপক্ষে পিএসজির স্কোয়াডে নেইমারও নেই

লোরিয়াঁর বিপক্ষে পিএসজির স্কোয়াডে নেই নেইমারছবি: রয়টার্স

লিগের প্রথম ম্যাচে তো নয়ই, কিলিয়ান এমবাপ্পেকে এ মৌসুমেই আর পিএসজি তাদের স্কোয়াডে রাখবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। ফরাসি স্ট্রাইকারের সঙ্গে ক্লাব ছাড়ার বিষয় নিয়ে কর্তৃপক্ষের ঝামেলা শেষ হওয়ার আগে নেইমারও জানিয়ে দিয়েছেন, তিনি আর পিএসজিতে থাকবেন না। এমবাপ্পের সঙ্গে তাই পিএসজির প্রথম ম্যাচের স্কোয়াডে নেইমারকেও রাখা হয়নি।

লোরিয়াঁর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র অভিযান শুরু করবে পিএসজি। নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে বাংলাদেশ সময় আজ রাত একটায় খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন।

আরও পড়ুন
পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে
ছবি: রয়টার্স

এমবাপ্পে চুক্তি নবায়ন করবেন না বলে চিঠি দেওয়ার পর তাঁকে বিক্রির জন্য উঠেপড়ে লাগে পিএসজি। কিন্তু এমবাপ্পে চুক্তির মেয়াদ শেষ না করে ক্লাব ছাড়বেন না বলে জানিয়ে দেন। কারণ একটাই, চুক্তির মেয়াদ শেষ করলে আনুগত্য বোনাসের পুরোটা পাবেন তিনি। অন্যদিকে পিএসজি তাঁকে এবারের দলবদলেই বিক্রি করতে চায়। এর কারণ, এখন বিক্রি করতে না পারলে তিনি মুক্ত খেলোয়াড় (ফ্রি এজেন্ট) হয়ে যাবেন। তখন দলবদল থেকে কোনো অর্থ পাবে না পিএসজি।

প্যারিসের ক্লাবটি ছেড়ে এমবাপ্পে নাম লেখাতে চান রিয়াল মাদ্রিদে। তবে স্পেনের ক্লাবটি এবারের দলবদলে এমবাপ্পেকে কেনার জন্য তাড়াহুড়া করছে না। কারণ, এমবাপ্পে মুক্ত খেলোয়াড় হয়ে গেলে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দেওয়া থেকে বেঁচে যাবে তারা।

সব মিলিয়ে এমবাপ্পের সঙ্গে পিএসজির সম্পর্ক শীতল হতে শুরু করেছে। ফরাসি স্ট্রাইকারকে তারা প্রাক্‌–মৌসুম প্রস্তুতির এশিয়া সফরের দল থেকে বাদ দেয়। এর মধ্যেই এমবাপ্পেকে কিনতে পিএসজিকে ৩০ কোটি ইউরোর প্রস্তাব দেয় সৌদি আরবের ক্লাব আল হিলাল। কিন্তু এমবাপ্পে আল হিলালের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতেই রাজি হননি।

আরও পড়ুন

এ ঘটনায় পিএসজি কর্তৃপক্ষ রেগে গিয়ে এমবাপ্পেকে পাঠিয়ে দেয় বম্ব স্কোয়াডে। সাধারণত অতি বেতনের খেলোয়াড়, যাঁরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেন না কিংবা ক্লাব আর যাঁদের দরকারি মনে করে না, তাঁদের যখন মূল দল থেকে আলাদা করে ফেলা হয়, তাঁদের ‘বম্ব স্কোয়াড’-এর সদস্য বলা হয়।

বম্ব স্কোয়াডে গিয়েও দমে যাননি এমবাপ্পে। উল্টো রসিকতা করে বলেছেন, পিএসজির মূল স্কোয়াডকে যেকোনো সময় হারিয়ে দেবে বম্ব স্কোয়াড। পিএসজির বম্ব স্কোয়াডে আগে থেকেই ছিলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস ও জার্মানির ইউলিয়ান ড্রাক্সলার।

আরও পড়ুন
পিএসজিতে যোগ দেওয়া নতুন খেলোয়াড়দের একজন মার্কো আসেনসিও
ছবি : টুইটার

নেইমারের অবস্থা যদিও এমবাপ্পের মতো নয়। পিএসজির প্রাক্‌–মৌসুম প্রস্তুতির এশিয়া সফরের দলে ছিলেন তিনি, খেলেছেনও। কিন্তু প্যারিসে ফিরেই জানিয়ে দিয়েছেন, পিএসজিতে আর থাকতে চান না। নেইমারকে অবশ্য বম্ব স্কোয়াডে পাঠায়নি কর্তৃপক্ষ। তবে মূল দলের সঙ্গে নেইমারের অনুশীলন বন্ধ করে দিয়েছে তারা। এর কারণ হিসেবে ক্লাবটি ব্রাজিলিয়ান তারকার হালকা চোটের কথা বলেছে।

এমবাপ্পে–নেইমার না থাকলেও লোরিয়াঁর বিপক্ষে পিএসজির স্কোয়াডে আছেন নবাগত উইঙ্গার মার্কো আসেনসিও ও গোলকিপার আরনাউ তেনাস। এ ছাড়া আছেন বেনফিক থেকে ধারে আসা ফরোয়ার্ড গনসালো রামোস। তবে বার্সেলোনা ছেড়ে আজই আনুষ্ঠানিকভাবে পিএসজিতে নাম লেখানো উসমান দেম্বেলেকে স্কোয়াডে রাখতে পারেননি নতুন কোচ লুইস এনরিকে।

আরও পড়ুন