হারের পর নেইমারের মনে হয়েছিল, এটা দুঃস্বপ্ন

চোখ থেকে কান্নার জল মুছছেন নেইমারছবি: রয়টার্স

ক্রোয়েশিয়ার বিপক্ষেও ভালো ফুটবলই খেলেছে ব্রাজিল। অসাধারণ এক গোলে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। তাঁর অনিন্দ্যসুন্দর সেই গোলের পরও শেষ আটে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে পারেনি ব্রাজিল। ১২০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরেছে নেইমারের দল।

এভাবে শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার পর মাঠে বসেই কেঁদেছেন নেইমার। এরপর মিক্সড জোনে ভারী মন নিয়ে এসে অনেক সাংবাদিকেরই প্রশ্নের উত্তর দেননি ব্রাজিলের তারকা। যখন দু-একটি প্রশ্নের উত্তর দিয়েছেন, জানালেন ড্রেসিংরুমের অবস্থা খুব একটা ভালো ছিল না।

আরও পড়ুন
ম্যাচ শেষে হতাশ নেইমার
ছবি: রয়টার্স

নিজের মনের অবস্থা কী, এটা জানাতে গিয়ে নেইমার মিক্সড জোনে বলেছেন, ‘ম্যাচ শেষে সত্যি আমার খুব বাজে লেগেছে। যেসব চলছে, এটা মেনে নেওয়া খুব কঠিন। আমার কাছে এটাকে দুঃস্বপ্ন মনে হয়। আমি তো বিশ্বাসই করতে পারছি না।’

নেইমার এরপর যোগ করেন, ‘এখনকার জন্য সবচেয়ে বাজে সময় হচ্ছে পরিবারের সঙ্গে সময় কাটানো, কাছের লোকেদের জড়িয়ে ধরা। সেখানেই আমরা হয়তো শান্তি খুঁজে পাব। এই হার অনেক দিন কষ্ট দেবে।’

আরও পড়ুন

আজই কাতার ছেড়ে যাবেন নেইমাররা। ভাড়া করে বিমানটি নেইমারদের নিয়ে লন্ডনে যাবে। সেখান থেকে যে যাঁর গন্তব্যে রওনা হয়ে যাবেন শেষ আট ছিটকে যাওয়া ব্রাজিল দলের সদস্যরা।

আরও পড়ুন