হলান্ডকে এবার ‘অকেজো’ বললেন রিয়ালের সাবেক মিডফিল্ডার

রিয়ালের বিপক্ষেও হতাশ করেছেন হলান্ডরয়টার্স

বড় ম্যাচে আবারও ব্যর্থ আর্লিং হলান্ড। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আন্তনিও রুডিগারের নজরবন্দী হয়েছিলেন ম্যানচেস্টার সিটির এ তারকা স্ট্রাইকার। ৩–৩ ব্যবধানে ড্র হওয়া ম্যাচজুড়ে হলান্ডকে কোনো সুযোগই দেননি তিনি।

৯০ মিনিট মাঠে থেকে ১টি শট নেওয়ার পাশাপাশি মাত্র ১টি সুযোগ তৈরি করেন হলান্ড। এমন রুদ্ধশ্বাস ম্যাচটি হয়তো ব্যক্তিগত ব্যর্থতার কারণে দ্রুতই ভুলে যেতে চাইবেন হলান্ড। তবে নরওয়েজীয় এ স্ট্রাইকার ভুলতে চাইলেও সমালোচকেরা মনে হয় না এত সহজে ভুলতে দেবেন!

আরও পড়ুন

রিয়াল ম্যাচের পর এখন আবারও যে উঠেছে সমালোচনার ঝড়। এবার হলান্ডকে ‘অকেজো’ খেলোয়াড় বললেন সাবেক নেদারল্যান্ডস ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফন ডার ভার্ট।  

রিয়ালের বিপক্ষে গতকাল রাতে পোস্টের কাছাকাছি জায়গা থেকে একটি শট নেন হলান্ড। পুরো ম্যাচে সেই একটি শটই ছিল তাঁর সম্বল। ম্যাচেজুড়ে বলার মতো কোনো হুমকি তৈরি করতে পারেননি। পারেননি দারুণ পাস কিংবা সতীর্থকে গোল বানিয়ে দেওয়ার মতো কোনো কিছু করতেও।

হলান্ডকে আটকে রেখেছিলেন রুডিগার
রয়টার্স

হলান্ডের এমন পারফরম্যান্সে বিরক্ত সাবেক ডাচ তারকা ফন ডার ভার্ট ডাচ সংবাদমাধ্যম জিগো স্পোর্টসকে বলেছেন, ‘আর্লিং হলান্ড খুবই খারাপ খেলেছে। যদি সে গোল না করে, তবে সে একেবারেই অকাজের। বল পায়ে আমার তাকে গড়পড়তা খেলোয়াড়ই মনে হয়েছে।’

হলান্ডের এমন সমালোচনা অবশ্য এবারই প্রথম নয়। কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রয় কিন বলেছিলেন, হলান্ডকে তাঁর নিচের স্তরের লিগে খেলা ফুটবলার মনে হয়েছে।

আরও পড়ুন

আর্সেনালের বিপক্ষে হলান্ডের হতাশাজনক পারফরম্যান্সের পর কিন বলেছিলেন, ‘গোলমুখে সে বিশ্বসেরা। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে তার সাধারণ খেলা খুবই নিচু মানের।’ সে সময় হলান্ডকে চতুর্থ সারিতে খেলা ফুটবলারদের মতো উল্লেখ করে কিন আরও বলেছিলেন, ‘তাকে নিজের খেলার উন্নতি ঘটাতে হবে। সে অনেকটা লিগ টুতে (ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের লিগ) খেলা খেলোয়াড়ের মতো।’

পরে অবশ্য কিনের এ কথার জবাব দিয়েছিলেন পেপ গার্দিওলা। বলেছিলেন, ‘আমি কিনের সঙ্গে একমত নই। হলান্ড বিশ্বাসেরা সেরা স্ট্রাইকার।’ হলান্ডকে শ্রেষ্ঠত্বের প্রমাণ অবশ্য মাঠেই দিতে হবে। বল পায়ে দারুণ কিছু করেই বন্ধ করতে হবে যাবতীয় সমালোচনা।