বিশ্বকাপের আগে দিবালাকে ছন্দে ফিরিয়ে স্কালোনির কাছে ওয়াইন দাবি মরিনিওর

মোনৎসার বিপক্ষে জোড়া গোল করেছেন পাওলো দিবালাছবি: এএফপি

জুভেন্টাসে প্রথম তিনটি মৌসুম খুব ভালো কেটেছে পাওলো দিবালার। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ইতালির দলটিতে যোগ দেওয়ার পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন আর্জেন্টাইন তারকা। পালের্মো থেকে ২০১৫–১৬ মৌসুমে জুভেন্টাসে নাম লেখান দিবালা। প্রথম মৌসুমে ৪৬ ম্যাচে ২৩ গোল করেন। পরের দুই মৌসুমে তাঁর গোল ১৯ ও ২৬টি। পরের চার মৌসুমের একবারও তিনি ২০ গোলের কোটা স্পর্শ করতে পারেননি।

ছন্দহীন এই দিবালাকেই এ মৌসুমে এএস রোমায় নিয়ে যান জোসে মরিনিও। প্রথম তিন ম্যাচে কোনো গোল পাননি, তবে একটি গোলে সহায়তা ছিল তাঁর। ভালো খেলছিলেন দিবালা, পরশু গোলও পেয়ে গেলেন। মোনৎসার বিপক্ষে দলের ৩–০ ব্যবধানের জয়ে তিনি করেছেন জোড়া গোল।

দিবালা জোড়া গোল করায় খুশি রোমার কোচ মরিনিও
ছবি: এএফপি

দিবালা জোড়া গোল করায় খুশি রোমার কোচ মরিনিও। বিশ্বকাপের আগে আর্জেন্টাইন তারকা ছন্দে ফেরায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিরও খুশি হওয়ার কথা। সেটা বুঝতে পেরেই ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে একটু মজাও করলেন মরিনিও।

রোমার পর্তুগিজ কোচ প্রথমে দিবালার চোট নিয়ে কথা বলেছেন, ‘তার চোটের ইতিহাস আছে। কিন্তু সে উন্নতি করছে।’ মরিনিও এরপর যোগ করেন, ‘আমি মনে করি (দিবালার পারফরম্যান্স) একটা ইঙ্গিত দিচ্ছে কাতার বিশ্বকাপে দিবালার কাছ থেকে কী আসতে যাচ্ছে। লিওনেল স্কালোনির উচিত আমাকে কয়েক বোতল ওয়াইন পাঠানো। কারণ, (বিশ্বকাপে) সে অসাধারণ একজন খেলোয়াড় পেতে চলেছে।’

চোটের কারণে জুভেন্টাসে গত মৌসুমটা ভালো কাটেনি দিবালার। তুরিনের দলটি তাঁর সঙ্গে নতুন চুক্তিও করেনি। বিনা ট্রান্সফার ফিতে ২৮ বছর বয়সী ফরোয়ার্ড নাম লেখান রোমায়। মোনৎসার বিপক্ষে কালকের জোড়া গোলে দিবালা সিরি ‘আ’তে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন।